বুমরা না থাকায় ভারতের বোলিংয়ের ধার কতটুকু কমল

বুমরা আছেন সেরা ছন্দেএএফপি

ভারত-ইংল্যান্ড সিরিজ শুরুর আগে যশপ্রীত বুমরা কী বলেছিলেন, মনে আছে? ভারতের এই সফলতম পেসার বলেছিলেন, ‘বোলার হিসেবে আমার মনে হয়, এই কৌশল (বাজবল) আমার জন্য সুযোগ।’ যেমন কথা তেমন কাজ।

বিশাখাপট্টনমে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া বুমরা এখন পর্যন্ত এ সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। ১৩.৬৪ গড়ে তিনি নিয়েছেন ১৭টি উইকেট। কিছুটা স্পিন সহায়ক উইকেটেও হয়ে উঠেছিলেন দলের প্রধান অস্ত্র। এই প্রধান অস্ত্রকে বিশ্রাম দিয়ে খেলতে রাঁচিতে খেলতে নামছে ভারত। প্রশ্ন হচ্ছে বুমরাকে ছাড়াও ভারতের বোলিং আক্রমণ এতটা দুর্দান্ত থাকবে?

সিরিজের চতুর্থ টেস্টটি দুই দলের জন্য গুরুত্বপূর্ণ। ভারত জিতলে তাদের সিরিজ জয় নিশ্চিত হবে। আর ইংল্যান্ড জিতলে সিরিজে ফিরবে সমতা। এমন গুরুত্বপূর্ণ টেস্টেও বুমরাকে বিশ্রাম দিতেই হচ্ছে। তিন সংস্করণ দাপিয়ে খেলা এই পেসার প্রথম ৩ টেস্টে বোলিং করেছেন ৮০.৫ ওভার। সামনে আইপিএল আছে, এরপরই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চাপ বিবেচনায় তাকে বিশ্রামে রাখা হচ্ছে।  প্রথমে ভাবা হচ্ছিল তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হবে তাঁকে। তবে শেষ পর্যন্ত তৃতীয় টেস্ট তিনি খেলেন।

ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান রুটকে এই সিরিজে সফল হতে দেননি বুমরা
এএফপি

দ্বিতীয় টেস্টের দল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল মুকেশ কুমারকে। রাঁচি টেস্টের জন‍্য আবার দলে যোগ দেবেন তিনি। দুই টেস্টের মাঝে বিহারের বিপক্ষে বাংলার হয়ে রঞ্জি ট্রফির ম‍্যাচে খেলেন এই পেসার। সেই ম্যাচে ৫০ রানে ১০ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেন মুকেশ। চোটের কারণে এই টেস্টেও দলে নেই লোকেশ রাহুল। পঞ্চম টেস্টে খেলতে পারবেন কি না সেটা নির্ভর করছে তাঁর সুস্থ হয়ে ওঠার ওপর।

আরও পড়ুন

বুমরার অবর্তমানে একাদশে ফিরতে পারেন এই মুকেশ। বাংলার আরেক পেসার আকাশ দীপেরও সুযোগ আছে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি তাঁর। এক পেসার নিয়েও খেলতে পারে ভারত। সে ক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবের সঙ্গে দেখা যেতে পারে আরেক স্পিনার অক্ষর প্যাটেলকে। ভারতের এই বোলিং আক্রমণের যে কেউ মূল বোলার হয়ে উঠতে পারেন।

বুমরা না থাকায় অশ্বিনদের বাড়তি দায়িত্ব নিতে হবে
এএফপি

অশ্বিন-জাদেজা ঘরের মাঠে সব সময় ভয়ংকর। ভারতের মাটিতে অশ্বিনের ৩৪৮ উইকেট, যা তাঁর মোট উইকেটের ৬৯.৪৬ শতাংশ। অশ্বিনের সঙ্গী জাদেজা তো ঘরের মাঠে উইকেট পাওয়ার হারে অশ্বিনের চেয়ে এগিয়ে। জাদেজা তাঁর মোট উইকেটের ৭১.৭৭ শতাংশ নিয়েছেন ঘরের মাঠে—গত ৩০ বছরে টেস্টে ঘরের মাঠে আর কোনো বোলার এত বেশি উইকেট নিতে পারেননি।

কুলদীপ এই সিরিজে ২ টেস্ট খেলে ৮ উইকেট নিয়েছেন। সর্বশেষ টেস্টেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান বেন ডাকেটকে ফেরানোর পর আউট করেছিলেন জনি বেয়ারস্টোকেও। এই দুই উইকেট ম্যাচের ভাগ্য পরিবর্তনে বড় ভূমিকা রাখে। আর অক্ষর দলে এলে বাঁহাতি স্পিনের সঙ্গে ব্যাটিংটাও পাবে ভারত। তবে সে ক্ষেত্রে সর্বশেষ টেস্টে প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া সিরাজকে বাড়তি দায়িত্ব নিতে হবে।

আরও পড়ুন