পেশোয়ার জালমির দ্বিতীয় ম্যাচের দলে জায়গা পাননি সাকিব

প্রথম ম্যাচে বল হাতে ভালো করেননি। দ্বিতীয় ম্যাচে দলেই নেই সাকিবফাইল ছবি

প্রথম ম্যাচে তাঁর দল পেশওয়ার জালমি ২ রানে হারিয়েছিল করাচি কিংসকে। দল জয় দিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন মৌসুমের শুরুটা ভালোভাবে করলেও সাকিব আল হাসান সেই ম্যাচে তেমন কিছু করতে পারেননি। এ কারণেই কি না, আজ পেশোয়ার জালমির দ্বিতীয় ম্যাচের একাদশে তাঁকে রাখেননি দলটির কোচ ড্যারেন স্যামি।

মুলতান ক্রিকেট স্টেডিয়ামে আজ মুলতান সুলতানসের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। একাদশ জানানোর পর দেখা গেল, বাবর একটি পরিবর্তন এনেছেন। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের জায়গায় পেশোয়ার জালমি আজ দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েলকে।

আরও পড়ুন
পেশোয়ারকে প্রথম ম্যাচটি জিতিয়েছেন টম কোহলার-ক্যাডমোর ও বাবর আজম
ছবি: পিএসএল

এর আগে গত মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে পেশোয়ার জালমি টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৯ রান তোলে। সাকিব সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে একটি বল খেলার সুযোগ পান। সেই বল থেকে তিনি ১ রান করে অপরাজিত থাকেন।

পরে করাচির কিংসের ইনিংসে পেশোয়ার জালমির অধিনায়ক সাকিবকে বল তুলে দেন পঞ্চম ওভারেই। সেই ওভারে কোনো উইকেট না পেলেও মাত্র ৩ রান দিয়েছেন বাংলাদেশের টি–টোয়েন্টি অধিনায়ক। সাকিব আবার বল হাতে পান ইনিংসে ১১তম ওভারে। সেই ওভারেও উইকেট পাননি, দিয়েছেন ৮ রান। তবে ১৩তম ওভারে এসে আর পারেননি সা্কিব। উইকেটশূন্য থেকে এই ওভারে তিনি দেন ২১ রান।

আরও পড়ুন

সব মিলিয়ে সাকিব এবারের পিএসএলে নিজের প্রথম ম্যাচে ৩ ওভার বল করে ৩২ রান দিয়ে কোনো উইকেট পাননি। দলের দ্বিতীয় ম্যাচে হয়তো এ কারণেই তাঁর আর একাদশে জায়গা হয়নি! এই প্রতিবেদন লেখার সময় পেশোয়ার জালমির বিপক্ষে মুলতান সুলতানস ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৬ রান করেছে।

আরও পড়ুন