বিসিবির গঠনতন্ত্র সংশোধনের কার্যক্রম স্থগিত

গত ২১ আগস্ট ফারুক আহমেদ সভাপতির দায়িত্ব নেওয়ার পর বিসিবির পরিচালনা পর্ষদের এত দীর্ঘ সভা আর হয়নি। এত বৈচিত্র্যপূর্ণ আলোচনা-সিদ্ধান্তও হয়নি কোনো সভায়। আর কোনো সভায় এতটা মন খুলেও কথা বলেননি পরিচালকেরা।

আজ চার ঘণ্টার মতো ব্যাপ্তির সভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—বিসিবির আলোচিত গঠনতন্ত্র সংশোধনী কমিটির কার্যক্রম স্থগিত করা। বোর্ড পরিচালক নাজমূল আবেদীনের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের কমিটি গঠনতন্ত্র সংশোধনী নিয়ে কাজ করছিল এবং কিছু প্রস্তাবও দাঁড় করিয়েছিল। কিন্তু মাঝে ঢাকার ক্লাবগুলো অভিযোগ করে সংশোধনীতে বিসিবিতে ক্লাব কাউন্সিলর ও পরিচালনা পর্ষদে ক্লাবের প্রতিনিধিত্ব কমানোর প্রস্তাব আছে। তারা এই প্রস্তাবের বিরোধিতা করে নাজমূল আবেদীনের পদত্যাগও দাবি করে।

কমিটি তাদের প্রস্তাব এখনো বিসিবিতে জমা দেয়নি, মন্ত্রণালয় বা সরকারের কাছেও জমা দেয়নি। তারা বলেছেন, প্রস্তাব নিয়ে যেসব কথা বাইরে এসেছে সেসব সঠিক নয়।
মাহবুব আনাম, বিসিবি পরিচালক

বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দুই বোর্ড পরিচালক মাহবুবুল আনাম ও ইফতেখার আহমেদ। গঠনতন্ত্র সংশোধনী কমিটির কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্তের কথা জানিয়ে মাহবুবুল আনাম বলেন, যেহেতু কমিটির কার্যক্রম নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, প্রয়োজনীয় পরিমার্জন ও পরিবর্ধনের পর সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে নতুন করে তাদের কাজের পরিধি ঠিক করা হবে। অবশ্য মাহবুবুল আনাম ‘স্থগিত’ করার কথা বললেও সূত্র জানিয়েছে, কালকের সভার পর নাজমূল আবেদীনের নেতৃত্বাধীন এই কমিটি কার্যত বিলুপ্তই হয়ে গেছে।

নাজমূল আবেদীনের নেতৃত্বেই পাঁচ সদস্যের একটি কমিটি বিসিবির গঠনতন্ত্র সংশোধনের একটা প্রস্তাব তৈরি করেছিল
প্রথম আলো

মাহবুবুল আনাম অবশ্য পরে এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘কমিটি তাদের প্রস্তাব এখনো বিসিবিতে জমা দেয়নি, মন্ত্রণালয় বা সরকারের কাছেও জমা দেয়নি। তারা বলেছেন, প্রস্তাব নিয়ে যেসব কথা বাইরে এসেছে সেসব সঠিক নয়।’ তারপরও বোর্ড পরিচালকেরা মনে করেছেন, গঠনতন্ত্র সংশোধনের প্রক্রিয়ায় গোপনীয়তার কিছু নেই, এটি স্বচ্ছ থাকা দরকার। ‘এ নিয়ে যে নেতিবাচক আলোচনা শুরু হয়েছে সেটি থামানো দরকার’—বলেছেন মাহবুবুল আনাম।

আরও পড়ুন

বোর্ডের সিদ্ধান্তের পর স্থগিত হয়ে যাওয়া প্রথম বিভাগ ক্রিকেট লিগ শিগগিরই মাঠে গড়াবে বলেও তাঁর আশা, যেটি শুরু হওয়ার কথা ছিল ২০ জানুয়ারি থেকে। সিসিডিএম প্রধান সালাহউদ্দিন চৌধুরী এ ব্যাপারে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে বোর্ডকে জানাবেন। এ ছাড়া পরিচালকদের শূন্য পদে নির্বাচনের ব্যাপারেও আলোচনা হয়েছে। এ ব্যাপারে বোর্ড আইনি উপদেষ্টাদের পরামর্শ চাইবে।

২০২৫ বিপিএলের লোগো
বিসিবি

আলোচনা হয়েছে চলমান বিপিএলের বিভিন্ন সমস্যা নিয়েও। অভিযোগ আছে টুর্নামেন্টের দুই ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী এবং চিটাগং কিংসের কাছ থেকে খেলোয়াড়েরা এখন পর্যন্ত প্রতিশ্রুত পারিশ্রমিক পাননি। এ ব্যাপারে আজকের সভাতেই মিডিয়া কমিটির প্রধানের দায়িত্ব পাওয়া পরিচালক ইফতেখার আহমেদ বলেন, ‘কিছু দলের প্লেয়ার্স পেমেন্ট এবং অন্যান্য কিছু সমস্যা বোর্ডের দৃষ্টিগোচর হয়েছে। বিসিবি এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া শুরু করেছে। খেলোয়াড়দের শঙ্কিত হওয়ার কিছু নেই।’ পরে মাহবুবুল আনাম যোগ করেন, ‘গভর্নিং কাউন্সিল ও ফ্র্যাঞ্চাইজি মালিকেরা মিলে বসে আলোচনা করে নেব। ফ্র্যাঞ্চাইজি চুক্তির মধ্যে যেসব শর্ত আছে সেগুলো মেনে চলতে হবে। এর জন্য যা করার দরকার বিসিবি সেটাই করছে।’

আরও পড়ুন
সভায় মেয়েদের বিপিএল আয়োজন নিয়ে তাড়াহুড়া না করার সিদ্ধান্তও নিয়েছে বোর্ড। আগে কথা ছিল ছেলেদের বিপিএল শেষ হওয়ার ৮-১০ দিনের মধ্যেই তিন দল নিয়ে শুরু হবে নতুন বিপিএল। তবে আজ সিদ্ধান্ত হয়েছে সবকিছু গুছিয়ে শুরু করা না গেলে টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়া হবে।

বিপিএল ম্যানেজমেন্ট কমিটির কয়েকজন সদস্যকে নিয়েও প্রশ্ন আছে। এ ব্যাপারে জানতে চাইলে, ইফতেখার আহমেদ জানান, সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। স্বার্থের সংঘাত হয়, এমন কেউ কমিটিতে থাকবেন না। সভায় মেয়েদের বিপিএল আয়োজন নিয়ে তাড়াহুড়া না করার সিদ্ধান্তও নিয়েছে বোর্ড। আগে কথা ছিল ছেলেদের বিপিএল শেষ হওয়ার ৮-১০ দিনের মধ্যেই তিন দল নিয়ে শুরু হবে নতুন বিপিএল। তবে আজ সিদ্ধান্ত হয়েছে সবকিছু গুছিয়ে শুরু করা না গেলে টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়া হবে।

দুটি বাদ দিয়ে বিসিবির স্থায়ী কমিটিগুলোর চেয়ারম্যান নতুন করে মনোনীত করা হয়েছে। কোনো কোনো কমিটিতে অবশ্য আগের প্রধানই আছেন। মাহবুবুল আনাম জানিয়েছেন, কমিটির প্রধানেরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। বিকেএসপি ৩ ও ৪ নম্বর মাঠ ক্রিকেটের ব্যবহারের জন্য বিকেএসপির সঙ্গে চুক্তি ১০ বছর বাড়ানোর সিদ্ধান্তও হয়েছে সভায়।