স্কুল ক্রিকেটে রয়্যালের ডাবল সেঞ্চুরি

অপরাজিত ডাবল সেঞ্চুরির পর মাঠ ছাড়ছে রয়্যালছবি : সংগৃহীত

নামের মধ্যেই আছে রাজকীয় ভাব। বাইশ গজে রাজত্ব না করলে কী হয়!

মোহাম্মদ রয়্যাল আসলে রাজত্বই করেছে। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে গতকাল অপরাজিত ডাবল সেঞ্চুরি করেছে রয়্যাল। পরে বল হাতে নিয়েছে ৩ উইকেট। তার অলরাউন্ড নৈপুণ্যে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্‌স স্কুল ও কলেজকে ২৩৭ রানে উড়িয়ে দিয়েছে হাজী মুহাম্মদ মহসিন স্কুল।

রাজশাহীর ডব্লুসিজি মাঠে আগে ব্যাট করে ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৭ রানের ইমারত গড়ে হাজী মুহাম্মদ মহসিন স্কুল। লক্ষ্য ছুঁতে নেমে ধারেকাছেও যেতে পারেনি শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্‌স স্কুল ও কলেজ। ৯ ওভার বাকি থাকতেই গুটিয়ে গেছে ১৯০ রানে।

আরও পড়ুন

জাতীয় স্কুল ক্রিকেটে ডাবল সেঞ্চুরির ঘটনা প্রায়ই শোনা যায়। তবে সব তথ্য বিসিবির আর্কাইভে আছে কিনা, নিশ্চিত করে বলা সম্ভব নয়। জাতীয় দৈনিক কিংবা সংবাদমাধ্যমের সুবাদে এমন কীর্তির খবর জানা যায়।

স্কুল ক্রিকেটে গত বছর যেমন নেত্রকোণা মধুমাছি বিদ্যানিকেতনের আদনান সিদ্দিকী সাঈদী ও ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের খোরশেদুল আলম নিশাদের ডাবল সেঞ্চুরির খবর সংবাদমাধ্যমে এসেছে। ২০২০ সালে এই কীর্তি গড়েছিল যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুলের মোহাম্মদ হোসাইন। তবে তাদের কেউ ২১০ রানের বেশি করতে পারেনি।

আরও পড়ুন

স্কুল ক্রিকেটে এ বছর প্রথম ডাবল সেঞ্চুরির পাওয়া রয়্যাল অবশ্য ছাড়িয়ে গেছে তাদের। ২১৩ মিনিট খেলে সে ১৬১ বলে ২১৭ রানে অপরাজিত ছিল। ম্যারাথন ইনিংসটি সাজিয়েছে ৩৬ চার ও ৪ ছক্কায়।

তিনে নামা রয়্যালকে কাল যোগ্য সঙ্গ দিয়েছে মোহাম্মদ মিনহাজুল ও মোহাম্মদ শোভন। মিনহাজুল ৪৮ রানে আউট হলেও শোভন পেয়েছে ফিফটির দেখা। শেষ দিকে তন্ময়ের ‘ক্যামিও’তে বিশাল সংগ্রহ পেয়ে যায় হাজী মুহাম্মদ মহসিন স্কুল। ৭৫ রানে ৩ উইকেট নিয়ে পুলিশ লাইন্‌স স্কুলের সেরা বোলার আবু সায়েদ।

রান–পর্বত টপকাতে নেমে আসা–যাওয়ার মধ্যে ছিল পুলিশ লাইন্‌স স্কুলের ব্যাটসম্যানরা। যেখানে রয়্যাল পেয়েছে ডাবল সেঞ্চুরির দেখা, সেখানে পুলিশ লাইন্‌সের কেউ ফিফটিও করতে পারেনি। সর্বোচ্চ ৪৮ রান এসেছে রায়াত জাহানের ব্যাট থেকে, দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেছে অয়ন। দ্বিতীয় উইকেটে এ দুজনের ৫৫ রানের জুটি ভাঙতেই মড়ক লাগে পুলিশ লাইন্‌সের ইনিংসে। শোভনের ৪ আর রয়্যালের ৩ উইকেটে ১৯০ রানে থেমে যায় তারা।

আরও পড়ুন

মানে, রয়্যালের রানটুকুও করতে পারেনি পুলিশ লাইন্‌স। একটা দল এক রয়্যালের কাছেই যেভাবে হার মেনেছে, সেটা বাইশ গজে তার রাজত্ব নয়তো কী!