‘ম্যাক্সওয়েল কী করতে নেমেছিল’
নিজের মুখোমুখি প্রথম বলেই রবিচন্দ্রন অশ্বিনকে তুলে মারতে গিয়ে লং অনে ধ্রুব জুরেলের হাতে ধরা গ্লেন ম্যাক্সওয়েল। সরাসরি ধারা বিবরণীতে সঙ্গে সঙ্গে ম্যাক্সওয়েলকে নিয়ে একগাদা পরিসংখ্যান নিয়ে হাজির ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ, যেগুলো তাঁর সঙ্গে বড্ড বেমানান।
আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশিবার (১৮) ডাক মারার (শূন্য রানে আউট) তালিকায় যৌথভাবে শীর্ষে, এবারের আইপিএলেই সবচেয়ে বেশি ৪ বার ডাক (এর মধ্যে দুবার গোল্ডেন ডাক) আর ব্যাটিং অর্ডারের শীর্ষ ছয়ে নামা ব্যাটসম্যানদের মধ্যে কমপক্ষে ৭ ইনিংস খেলে দ্বিতীয় সর্বনিম্ন গড় (৫.৭৮)।
ওয়ানডে বিশ্বকাপের পর বিগ ব্যাশ লিগেও দারুণ মৌসুমে কাটিয়ে আইপিএল খেলতে যাওয়া ম্যাক্সওয়েলের কাছ থেকে বড় কিছুর প্রত্যাশায় ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ন্যূনতম প্রত্যাশাটুকুও পূরণ করতে পারেননি।
শুরুর কয়েকটি ম্যাচে ভালো করতে না পারায় নিজ থেকেই বিশ্রাম চেয়ে নিয়েছিলেন ম্যাক্সওয়েল। ১৬ দিনের বিশ্রাম শেষে মাঠে ফিরলেও নিজেকে পুরোনো ছন্দে ফেরাতে পারেননি। সব মিলিয়ে এবারের আইপিএলে ৯ ইনিংস ব্যাটিং করে তাঁর রান মাত্র ৫২, ৬ ইনিংসে বল করে উইকেট মাত্র ৬টি।
আইপিএলে ম্যাক্সওয়েল বাজে সময় কাটানোর পরও তাঁর দল বেঙ্গালুরু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে প্লে–অফ পর্বে জায়গা করে নিয়েছিল। তবে পরশু আর শেষ রক্ষা হয়নি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৪ উইকেটে হেরে ছিটকে পড়েছে বেঙ্গালুরু। বেঙ্গালুরুর দেওয়া ১৭৩ রানের লক্ষ্য ১ ওভার বাকি থাকতেই টপকে গেছে রাজস্থান।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই ম্যাক্সওয়েলের আত্মঘাতী শট দলের বিপদ ডেকে এনেছে। শেষ দিকে মাহিপাল লমরোর ঝড় তুললেও ব্যাটিং–বান্ধব উইকেটে রাজস্থানকে চ্যালেঞ্জ জানানোর মতো সংগ্রহ গড়তে পারেনি দলটি।
আইপিএল থেকে ছিটকে পড়ার কারণ হিসেবে কেউ কেউ ম্যাক্সওয়েলের কাণ্ডজ্ঞানহীন শটকেই দায়ী করছেন। কেভিন পিটারসেন ও ইরফান পাঠান সেই সমালোচকদের দুজন।
বেঙ্গালুরুর সাবেক ব্যাটসম্যান ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক পিটারসেন কাল ম্যাক্সওয়েলের আউটের সময় টিভিতে ধারাভাষ্য দিচ্ছিলেন। ম্যাক্সওয়েল গোল্ডেন ডাক মেরে আউট হতেই তিনি বলতে থাকেন, ‘গ্লেন ম্যাক্সওয়েল এটা কী করল? এটা অনেক বড় ম্যাচ। এ ধরনের ম্যাচে বড় খেলোয়াড়দের দলের দরকার, এটিকে নিজের জন্য আরেকটি সুযোগ হিসেবে বিবেচনা করতে হতো। ম্যাক্সওয়েল যা করল, তা মোটেও ভালো নয়।’
আর ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ম্যাক্সওয়েল কী করতে নেমেছিল?’