মোস্তাফিজের মতে, তাসকিন বাংলাদেশের সেরা বোলার

দক্ষিণ আফ্রিকা থেকে ওয়ানডে সিরিজ জিতে এখন মোস্তাফিজের লক্ষ্য আইপিএলছবি: টুইটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে সেঞ্চুরিয়ন থেকেই সরাসরি ভারতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। আজই তাঁর মুম্বাইয়ের বিমান ধরার কথা। সেখানে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলবেন এই বাঁহাতি পেসার। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এবার একমাত্র মোস্তাফিজই খেলবেন টি-টোয়েন্টির বিশ্বসেরা এই ফ্র্যাঞ্চাইজি লিগে।

এর আগে সাকিব আল হাসান ছিলেন বাংলাদেশিদের মধ্যে আইপিএলের নিয়মিত মুখ। কিন্তু এবারের নিলামে সাকিব দল পাননি। এর বাইরে আইপিএল খেলার সুযোগ ছিল তাসকিন আহমেদের। বদলি ক্রিকেটার হিসেবে তাসকিনের ডাক পড়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বিসিবি তাঁকে আইপিএলে খেলার অনুমতি দেয়নি।

আজ ভারতের উদ্দেশে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মোস্তাফিজ বলেছেন, ‘আগে আমি আর সাকিব ভাই আইপিএল খেললে বাংলাদেশের মানুষ দুই দলে ভাগ হয়ে যেত। এবার সবাই আমার দিকেই দেখবে, কারণ এ বছর সাকিব ভাই সব সংস্করণে (জাতীয় দলে) আছেন। এ জন্য তিনি আইপিএলে সুযোগ পাননি।’

তবে তাসকিন আইপিএল খেলতে না পারায় মোস্তাফিজেরও খারাপ লাগছে। এই মুহূর্তে তাসকিনকে বাংলাদেশের সেরা বোলারই বলেছেন তিনি, ‘আমাদের দলের খেলা আছে। আর তাসকিন এখন আমাদের সেরা বোলার। এ জন্য তাকে সান্ত্বনা দেওয়া ছাড়া কোনো উপায় নেই।’

অবশ্য দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজে তাসকিন সিরিজ–সেরা ক্রিকেটার হওয়ায় আইপিএল খেলতে না পারার আক্ষেপটা কিছুটা হলেও কম হবে তাঁর। বাংলাদেশ দলের পেস বোলিং বিভাগের সাম্প্রতিক সাফল্যের নেপথ্য কারণটাও তিনি বলেছেন, ‘আমরা পেস বোলাররা ম্যাচ জেতাতে পারলে খুবই ভালো লাগে। আমরা পেসাররা সব সময় একটা দল হয়ে থাকি। বোলিং করার সময় দেখবেন, আমরা সব সময় একসঙ্গে থাকি, আমরা কেউ আলাদা না। কারও মাথায় কিছু একটা এলে সেটা সবার সঙ্গে ভাগাভাগি করে নিই। আমরা সবাই নিজেদের মধ্যে কথা বলি। সে জন্যই হয়তো আমাদের উন্নতি হচ্ছে।’

দলের তরুণতম সদস্য শরীফুল ইসলামের প্রশংসাও শোনা গেল মোস্তাফিজের কথায়, ‘খুবই ভালো লাগছে। শরীফুল আর আমি বিপিএলে (বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে) পেয়েছিলাম। তার পর থেকে তো জাতীয় দলে এল। দুই বছর একসঙ্গে ছিলাম। মাঝে বাদ পড়েছিল, এখন আবার ভালো খেলছে, ছন্দে ফিরেছে। আমি চাই আমরা পেস বোলাররা সবাই একসঙ্গে ভাই হিসেবে থাকতে চাই। সবাই যেন খারাপ ও ভালো সময়ে একসঙ্গে থাকি।’

তাসকিনকে বাংলাদেশের সেরা বোলার বললেন মোস্তাফিজ
ছবি: টুইটার

মোস্তাফিজ না থাকলেও তাসকিন ও শরীফুলকে নিয়ে সাজবে টেস্ট দলের পেস বোলিং বিভাগ। টেস্ট দলের তৃতীয় পেসার হিসেবে ইবাদত হোসেনের যোগ দেওয়ার সম্ভাবনা বেশি। নিউজিল্যান্ডে এই পেসত্রয়ী বাংলাদেশকে টেস্ট জিতিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার মাটিতেও ইতিহাস গড়তে না পারার কোনো কারণ দেখছেন না মোস্তাফিজ, ‘আমরা নিউজিল্যান্ডে অনেক ভালো খেলেছি। এখানেও ভালো করতে পারব না, এমন কিছু না। আমাদের পেস বোলার, ব্যাটসম্যান সবাই খুব ভালো ফর্মে আছে, ওয়ানডে ও টেস্টে। ইনশা আল্লাহ আমরা টেস্ট সিরিজও জিতব। আমরা যে ওয়ানডে সিরিজ জিতেছি, এই বিশ্বাস আমাদের আরও সামনে এগিয়ে নিয়ে যাবে।’

আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নিয়েও মোস্তাফিজ বড় স্বপ্নই দেখছেন, ‘টি-টোয়েন্টি দলে কোনো বড়-ছোট নেই। দুই-তিনজন ভালো খেললেই আপনি ফাইনালেও যেতে পারবেন। আমি সব সময়ই ভালো করতে চাই। যেকোনো খেলাতেই ভালো একটা ছন্দ পাওয়া লাগে। যদি আমি প্রথম থেকেই ভালো শুরু পাই, তাহলে সেটা ধরে রেখে ভালো করা সম্ভব।’

২৬ মার্চ চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএলের ১৫তম আসর। ২৭ মার্চই মোস্তাফিজের দল দিল্লি খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।