কিংবদন্তিদের সঙ্গে কামরান আকমল আর গলফ টুর্নামেন্টের প্রস্তুতি আগুয়েরোর

শারীরিক সমস্যার কারণে ফুটবলকে অকালেই বিদায় বলে দিয়েছেন সের্হিও আগুয়েরো। এবার মন দিয়েছেন গলফ কোর্সে। অন্যদিকে কিংবদন্তি ইনজামাম–উল হক ও মুশতাক আহমেদের সান্নিধ্য পেয়ে আনন্দিত কামরান আকমল। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৭
বাবা কাছে না থাকলেও থেমে থাকে না তাদের বেড়ানো। দাদির সঙ্গে ঘুরতে বেড়িয়েছে ডেভিড ওয়ার্নারের তিন মেয়ে, মজা করেছে গাছে উঠেও! ছবিটি দিয়ে সেটাই লিখেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ওয়ার্নার
ইনস্টাগ্রাম
২ / ৭
মিচেল জনসন বেড়িয়েছেন বাসভ্রমণে। ছবিটি দিয়ে ভক্তদের উদ্দেশে প্রশ্ন করেছেন—পাশে কে? অস্ট্রেলিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের ক্রিকেটার লিয়াম প্লাংকেটকে হয়তো চিনে ফেলেছেন সবাই
ইনস্টাগ্রাম
৩ / ৭
কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে সম্প্রতি দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ ফুটবল দল। লম্বা সময় আর কোনো ম্যাচ নেই তাদের। ঘরোয়া ফুটবলেও আপাতত ব্যস্ততা নেই। বাংলাদেশ দলের অধিনায়ক তাই কিছুদিনের জন্য চলে গেছেন তাঁর জন্মশহর কোপেনহেগেনে
ইনস্টাগ্রাম
৪ / ৭
ফুটবলকে বিদায় জানানোর পর ঘুরেফিরে আর চ্যারিটি ম্যাচ খেলে কাটছে রোনালদিনিওর সময়। এ ছবি দিয়ে লিখেছেন, আজ শুক্রবার!
ইনস্টাগ্রাম
৫ / ৭
যুক্তরাষ্ট্রের সিনেটর কোরি বুকারের সঙ্গে শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক তাঁর সঙ্গে দেখা করেছেন দেশটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহ নিয়ে আলোচনা করতে
ইনস্টাগ্রাম
৬ / ৭
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামাম–উল হক, মুশতাক আহমেদ ও মোহাম্মদ আকরামের সঙ্গে ছবিটি দিয়ে কামরান আকমল (বাঁ থেকে দ্বিতীয়) লিখেছেন, ‘খেলাটির কিংবদন্তিদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি
ইনস্টাগ্রাম
৭ / ৭
শারীরিক সমস্যার কারণে ফুটবলকে অকালেই বিদায় বলে দিয়েছেন সের্হিও আগুয়েরো। এবার মন দিয়েছেন গলফ কোর্সে। কাল থেকে শুরু ডমিনিকান রিপাবলিকে শৌখিন গলফারদের একটি টুর্নামেন্টে অংশ নেবেন আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার। সেটিরই প্রস্তুতি নিচ্ছেন
ইনস্টাগ্রাম