টসের সময়ও সুস্থ ছিলেন তামিম
ঢাকা প্রিমিয়ার লিগের মোহামেডান-শাইনপুকুর ম্যাচ খেলতে আজ সকালে বিকেএসপিতে (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) যান তামিম ইকবাল। সকাল ৯টায় শুরু ম্যাচে মোহামেডান অধিনায়ক হিসেবে টসও করেন। কিন্তু বুকে ব্যথা উঠলে মাঠ ছেড়ে হাসপাতালে যেতে হয় তাঁকে। পরে জানা যায় দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে দুটি ব্লক ধরা পড়ার পর কেপিজে স্পেশালাইজড হাসপাতালে রিংও পরানো হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার আগে মাঠে তামিমের টসের দৃশ্য দেখুন বিসিবির সৌজন্যে।
১ / ৬
২ / ৬
৩ / ৬
৪ / ৬
৫ / ৬
৬ / ৬