এমন কিছু রোনালদো এর আগে কখনো দেখেননি
জুভেন্টাসের হয়ে শেষ শটটা নিতে চেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পাওলো দিবালা ও দানিলো তার আগেই সর্বনাশের চূড়ান্ত করে ছাড়েন। টাইব্রেকারে গোল করতে পারেননি রোনালদোর দুই সতীর্থ। তাতে ক্যারিয়ারে এর আগে যা কখনো দেখেননি সেটাই দেখতে হলো রোনালদোকে।
কোপা ইতালিয়ার ফাইনালে কাল জুভেন্টাসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নাপোলি। নির্ধারিত সময় গোলশুন্য ছিল এ ম্যাচ। ৩৫ বছর বয়সী রোনালদো এর আগে কখনো টানা দুটি টুর্নামেন্টের ফাইনালে হারেননি। কোপা ইতালিয়ায় হার দিয়ে এবার সেই তেতো স্বাদই পেতে হলো জুভেন্টাস তারকাকে।
গত ডিসেম্বরে সুপার কোপায় লাৎসিও-র কাছে হেরেছিল জুভেন্টাস। এরপর কালকের ম্যাচটি ছিল জুভেন্টাস ও রোনালদোর জন্য টানা দ্বিতীয় ফাইনাল। রোনালদো তাঁর ক্যারিয়ারে এর আগে কখনো টানা দুটি ফাইনালে হারের মুখ দেখেননি।
পর্তুগিজ তারকা অবশ্য জয়ের যে সুযোগ পাননি তা নয়। মাঠে কাল তেমন ভালো খেলতে পারেননি রোনালদো। ম্যাচে তাঁর নেওয়া তিনটি শটের মধ্যে একটি পোষ্টে ছিল। জুভেন্টাস কোচ মাউরিজিও সারিও জানালেন, কালকের ম্যাচে রোনালদোর মধ্যে ক্ষিপ্রতার অভাব ছিল, 'পাওলা দিবালা, ডগলাস কস্তাদের মতোই ফিটনেসে আছে সে। তাঁর (রোনালদো) ক্ষিপ্রতার অভাব ছিল, যেটা সে খুব ভালো পারে।'