১২ ম্যাচ পর ভারতকে এই স্বাদ দিল বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে ১৭৭ রানে অলআউট ভারত। ১২ ম্যাচ পর ইনিংসে অলআউট হলো ভারত।
শরিফুল ইসলাম ১০ ওভারে ১ মেডেনসহ ৩১ রানে ২ উইকেট। তানজীম হাসান ৮.২ ওভারে ২ মেডেনসহ ২৮ রানে ২ উইকেট। অভিষেক দাস ৯ ওভারে ৪০ রানে ৩ উইকেট। এ তো গেল তিন পেসারের বোলিং বিশ্লেষণ, এরপর বাঁ হাতি স্পিনার রকিবুল হাসান ১০ ওভারে ১ মেডেনসহ ২৯ রানে নিয়েছেন ১ উইকেট।
কী অসাধারণ সব বোলিং বিশ্লেষণ! পচেফস্ট্রুমে আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইনিংসের শুরুতে তানজীম-শরিফুলের বোলিংয়ের যে আগুন বাংলাদেশের প্রত্যয়ের গান শুনিয়েছে, ইনিংস বিরতিতে সেটি আরও জ্বলজ্বলে। ১৭৭ রানেই অলআউট ভারত, ১৭৮ রান করলেই যে কোনো পর্যায়ে প্রথম বিশ্বকাপ জিতবে বাংলাদেশ।
সে স্বপ্ন পূরণ হবে কি না, তা ম্যাচ শেষে বোঝা যাবে। তবে ইনিংস বিরতিতেই ভারতকে তিক্ত একটা স্বাদ উপহার দেওয়া হয়ে গেছে বাংলাদেশের। ভারতের জন্য অনেকটা অচেনা হয়ে ওঠা স্বাদই। এর আগে ১২ ম্যাচে একবারও কোনো দল ভারতের অনূর্ধ্ব-১৯ এই দলটাকে অলআউট করতে পারেনি, আজ যা করেছে বাংলাদেশ।
নিজেদের মাটিতেই গত নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ১৫৭ রানে অলআউট হয়েছিল ভারত। এরপর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের সিরিজ খেলেছে ভারত। বিশ্বকাপের আগে গত মাসে সেখানেই দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড-জিম্বাবুয়েকে নিয়ে চারজাতি সিরিজে চারটি ম্যাচ খেলেছে। এরপর বিশ্বকাপে একে একে ভারত খেলেছে শ্রীলঙ্কা, জাপান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সঙ্গে। এই ১২ ম্যাচে ভারতকে অলআউট করতে পারেনি কেউ।
এই ১২ ম্যাচের ১১টিতেই জিতেছে ভারত, হেরেছে শুধু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে।
আজ ইনিংসের মাঝামাঝি সময়েও অবশ্য বোঝা যায়নি, ভারত অলআউট হতে যাচ্ছে। দ্বিতীয় উইকেটে ৯৪ রানের জুটি গড়ে ২৯তম ওভারের শেষ বলে যখন ফিরে যাচ্ছেন তিলক ভার্মা, তখনো ক্রিজে ছিলেন পুরো টুর্নামেন্ট চোখ ধাঁধানো ব্যাটিং করা যশস্বী জসওয়াল। আজও ৮৮ রানের ঝকঝকে ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। কিন্তু ৪০তম ওভারে পঞ্চম বলে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে জসওয়াল ফিরে যাওয়ার পরই ধস ভারতের ব্যাটিং। বাংলাদেশের দারুণ বোলিং আর চোখধাঁধানো ফিল্ডিংয়ের শিকার হয়ে মাত্র ২১ রানেই শেষ ৭ উইকেট হারিয়েছে ভারত।
বোলিং-ফিল্ডিংয়ের এমন ঝাঁঝ ব্যাটে ধরে রাখতে পারলেই হয়তো শিরোপাস্বপ্ন পূরণ হবে বাংলাদেশের।