উমর আকমল আর পাল্টালেন না
>আবারও উচ্ছৃঙ্খল আচরণের জন্য অভিযুক্ত হলেন পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমল
বিতর্ক ছাড়া উমর আকমল যেন চলতেই পারেন না! এবার তাঁর বিপক্ষে নতুন অভিযোগ, লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমিতে বিদেশি ফিটনেস ট্রেইনারের সামনে বাজে ব্যবহার করেছেন। এমন খবরই জানিয়েছে সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান।
আকমলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জাতীয় ক্রিকেট একাডেমির কোচিং স্টাফ তাঁর বিরুদ্ধে বাজে ব্যবহারের লিখিত অভিযোগ করেছে বোর্ডে। আকমলের এই উচ্ছৃঙ্খল আচরণ নতুন কিছু না। গত বছর দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ওয়ানডের আগে গভীর রাত পর্যন্ত হোটেলের বাইরে ছিলেন এ ব্যাটসম্যান। এ জন্য ম্যাচ ফির ২০ শতাংশ অর্থ জরিমানার পাশাপাশি আকমলকে মৌখিকভাবে তিরস্কারও করেছিল পিসিবি।
সেবার অবশ্য শাস্তি পেতেই স্বীকার করে নিয়েছিলেন নিজের দোষ। গত বছরের শেষ নাগাদ এক সাক্ষাৎকারে আকমল দাবি করেছিলেন, তিনি পাল্টে গেছেন এবং ভক্তরা নতুন এক উমর আকমলকে দেখতে পাবেন, ‘নিজেকে অনেক বদলেছি। গত তিন-চার বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে আসিনি। বলতে পারেন, সামনে নতুন এক উমর আকমলকে দেখতে পাবেন ভক্তরা।
কিন্তু উমর আকমল কি পাল্টেছেন? লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমির ঘটনা তো সে কথা বলে না।