২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বাসাভাড়া হিসেবে তিন ক্রীড়াবিদকে ২০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

শুটার শাকিল আহমেদের হাতে টাকা তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
শুটার শাকিল আহমেদের হাতে টাকা তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

২০১৬ সালে দক্ষিণ এশিয়ান গেমসে সোনাজয়ী তিন ক্রীড়াবিদকে বাসাভাড়া বাবদ ২০ লাখ ৪০ হাজার টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোনা জয়ের পর মূলত সাঁতারু মাহফুজা খাতুন শীলা, ভারোত্তোলক মাবিয়া আক্তার ও শুটার শাকিল আহমেদকে পুরস্কারস্বরূপ ফ্ল্যাট ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সে ফ্ল্যাট গত বছরের অক্টোবরে তাঁদের বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এর আগ পর্যন্ত যে ভাড়া বাসায় থাকতেন, সে ভাড়া বাবদ গতকাল সন্ধ্যায় গণভবনে তুলে দেওয়া হয়েছে টাকা।

৭ লাখ ২০ হাজার টাকা পেয়েছেন শাকিল, মাবিয়া ও শীলা পেয়েছেন ৬ লাখ ৬০ হাজার টাকা করে। সেখানে উপস্থিত ছিলেনযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান এবং যুব ও ক্রীড়াসচিব মোহাম্মদ আক্তার হোসেন।