একাদশে না থেকেও জাকেরের রেকর্ড

বিপিএলে বদলি নেমে ক্যাচের রেকর্ড জাকের আলীর। ছবি: প্রথম আলো
বিপিএলে বদলি নেমে ক্যাচের রেকর্ড জাকের আলীর। ছবি: প্রথম আলো
>

কাল রাজশাহী রয়্যালসের বিপক্ষে ঢাকা প্লাটুনের একাদশে ছিলেন না জাকের আলীর। কিন্তু বদলি হিসেবে মাঠে নেমে উইকেটের পেছনে দাঁড়িয়ে ধরেছেন ৬ ক্যাপ। বিপিএলে এক ম্যাচে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড এটি।

নিয়মিত একাদশে জায়গা পাওয়া কঠিনই হয়ে যাচ্ছে জাকের আলীর। কালও হয়নি। ঢাকা প্লাটুনে উইকেটকিপার হিসেবে খেলা এনামুল হক কাল পিঠে চোট পেলে নতুন নিয়ম অনুযায়ী বদলি উইকেটকিপার হিসেবে মাঠে নামার সুযোগ হয় জাকেরের। আর তাতেই দুর্দান্ত একটা রেকর্ড গড়েছেন তিনি।

জাকেরের ক্যাচে পরিণত হয়ে একে একে আউট হন রাজশাহীর লিটন দাস, আফিফ হোসেন, অলক কাপালি, শোয়েব মালিক, নাহিদুল ইসলাম ও আন্দ্রে রাসেল।

বিপিএলের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ আর সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড-দুটোই গড়েছেন ঢাকা প্লাটুনের এই উইকেটরক্ষক।

আগের রেকর্ড মোহাম্মদ শেহজাদ ও উমর আকমলের—৫ ক্যাচ। সব ধরনের টি-টোয়েন্টিতে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড অবশ্য শ্রীলঙ্কার উপুল ফার্নান্দোর। দেশটির ঘরোয়া ক্রিকেটে এক ম্যাচে ৭ ক্যাচ নিয়েছিলেন তিনি।

জাকেরের কীর্তিতে ভীষণ খুশি কাল ঢাকার জয়ের নায়ক ওয়াহাব রিয়াজ, ‘সে দুর্দান্ত করেছে, এনামুলের বদলে নেমেছিল সে। উইকেটের পেছনে ৬টা ক্যাচ ধরা মোটেও সহজ নয়।’