কোপায় আর্জেন্টাইন দলে থাকতে পারেন যাঁরা

>
মেসির শেষ সুযোগ? ছবি : এএফপি
মেসির শেষ সুযোগ? ছবি : এএফপি

কোপা আমেরিকার জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

কোপা আমেরিকার উৎসব আসন্ন। লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রাথমিক প্রস্তুতিটা শুরু করে দিয়েছে আর্জেন্টিনা। ঘোষণা করেছে ৩০ জনের প্রাথমিক দল।

দলে তেমন কোনো চমক নেই। মোটামুটি সম্ভাব্য সবাইকেই কোপা আমেরিকার প্রাথমিক দলে রেখেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ৩৬ জনের এই দল কমে ২৩ জনে দাঁড়াবে সামনের ৩০ তারিখ। জুনের ১৪ তারিখে ব্রাজিলে শুরু হবে কোপা প্রতিযোগিতা। দেশের জার্সিতে একটি ট্রফি জেতার শেষ সুযোগ লিওনেল মেসির। তিনি পারবেন কি না, সে আলোচনা থাকবেই।

আর্জেন্টিনার প্রাথমিক দলটি নিয়ে একটা পর্যালোনা এখানে দেওয়া হলো...

গোলরক্ষক
সার্জিও রোমেরো আর উইলফ্রেড কাবায়েরোদের যুগ পেরিয়ে এসেছে আর্জেন্টিনা। গোলবার সামলানোর জন্য যে ধীরে ধীরে দলটি যে নতুনদের ওপর ভরসা রাখতে শুরু করেছে, সেটি বোঝা গিয়েছিল গত বিশ্বকাপেই। এবারের কোপায় রোমেরো বা কাবায়েরোদের কেউই নেই। দলে নেওয়া হয়েছে বোকা জুনিয়র্সের এস্তেবান আনদ্রাদা, রিভার প্লেটের ফ্রাঙ্কো আরমানি, ক্লাব আমেরিকার অগাস্তিন মার্চেসিন, উদিনেসের হুয়ান মুসো ও রিয়াল সোসিয়েদাদের জিরোনিমো রুইয়ি। এবার ফ্রেঞ্চ লিগে নিসের হয়ে মনে রাখার মতো একটা মৌসুম কাটিয়েছেন ওয়াল্টার বেনিতেজ। কিন্তু এরপরেও স্কালোনির আস্থা অর্জন করতে পারেননি তিনি। দলে জায়গা পাননি টটেনহাম হটস্পারের হয়ে আলো ছড়ানো গোলরক্ষক পাওলো গাজ্জানিগা। ডাক পাওয়া গোলরক্ষকদের মধ্যে যেকোনো তিনজন সুযোগ পাবেন ২৩ জনের মূল স্কোয়াডে। বিশ্বকাপের মতো এবারও আর্জেন্টিনার গোলবার সামলাবেন আরমানি, এমনটাই অনুমান করছেন সবাই। আরমানির বিকল্প হিসেবে মূল স্কোয়াডে জায়গা পেতে পারেন বোকা জুনিয়র্সের এস্তেবান আনদ্রাদে ও রিয়াল সোসিয়েদাদের জিরোনিমো রুইয়ি।

প্রাথমিক স্কোয়াডে আছেন : এস্তেবান আনদ্রাদা (বোকা জুনিয়র্স), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), অগাস্তিন মার্চেসিন (ক্লাব আমেরিকা), হুয়ান মুসো (উদিনেসে), জিরোনিমো রুইয়ি (রিয়াল সোসিয়েদাদ)
বাদ পড়েছেন : সার্জিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), উইলি ক্যাবায়েরো (চেলসি), ওয়াল্টার বেনিতেজ (নিস), পাওলো গাজ্জানিগা (টটেনহাম হটস্পার)
মূল স্কোয়াডে থাকতে পারেন : আরমানি, আনদ্রাদা, রুইয়ি

ডিফেন্ডার
যে রোহোর গোলে আর্জেন্টিনা গত বিশ্বকাপে প্রথম রাউন্ডের বাধা পার হয়েছিল, সেই রোহোকেই এবার ডাকা হয়নি আর্জেন্টিনার প্রাথমিক দলে। নিয়মিত চোটে পড়ার কারণে তাঁর কপাল পুড়েছে বলে অনুমান করা হচ্ছে। এ ছাড়া তেমন কোনো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে প্রাথমিক স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি। এগারোজন ডিফেন্ডারকে ডাকা হয়েছে, এর মধ্যে মূল স্কোয়াডে জায়গা পেতে পারেন সাত থেকে আটজন। সেন্টারব্যাক হিসেবে প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন নিকোলাস ওটামেন্ডি, জার্মান পেজ্জেলা, হুয়ান ফয়থ, ওয়াল্টার কানেমান, রামিরো ফুনেস মোরি, লিওনার্দো সিগালি ও গ্যাব্রিয়েল মের্কাদো। এদের মধ্যে ফয়থ আর মের্কাদো আবার রাইটব্যাক হিসেবেও খেলতে পারেন। অভিজ্ঞ রাইটব্যাক হিসেবে দলে আছেন গঞ্জালো মন্তিয়েল ও রেনজো সারাভিয়া। দলের মূল লেফটব্যাক এবার আয়াক্সের হয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলা নিকোলাস তাগলিয়াফিকো। স্পোর্টিং লিসবনের হয়ে লেফট উইঙ্গার হিসেবে খেললেও আবারও মার্কাস আকুনিয়াকে লেফটব্যাক হিসেবেই দলে নেওয়া হয়েছে। আর্জেন্টিনা দলে গত কয়েক বছর ধরে অভিজ্ঞ লেফটব্যাকের যে কি আকাল, সেটা বোঝা যাচ্ছে আরও।

প্রাথমিক স্কোয়াডে আছেন : নিকোলাস ওটামেন্ডি (ম্যানচেস্টার সিটি), হুয়ান ফয়থ (টটেনহাম হটস্পার), জার্মান পেজ্জেলা (ফিওরেন্টিনা), ওয়াল্টার কানেমান (গ্রেমিও), রামিরো ফুনেস মোরি (ভিয়ারিয়াল), লিওনার্দো সিগালি (রেসিং), গ্যাব্রিয়েল মের্কাদো (সেভিয়া), গঞ্জালো মন্তিয়েল (রিভারপ্লেট), রেনজো সারাভিয়া (রেসিং), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), মার্কাস আকুনিয়া (স্পোর্টিং লিসবন)

বাদ পড়েছেন : মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), ফেদেরিকো ফাজিও (এএস রোমা), ফাব্রিসিও বুস্তোস (ইন্দিপেন্দিয়েন্তে)

মূল স্কোয়াডে থাকতে পারেন : ওটামেন্ডি, পেজ্জেলা, কানেমান, ফয়থ, মের্কাদো, তাগলিয়াফিকো, মন্তিয়েল, আকুনিয়া।

মিডফিল্ডার
এবার কোপাতে আর্জেন্টিনার মিডফিল্ডে দেখা যাবে নতুনের আবাহন। পোড় খাওয়া লুকাস বিলিয়া, এনজো পেরেজ, এভার বানেগা - কেউই নেই এবার। গত বিশ্বকাপে যেসব প্রতিভাবান মিডফিল্ডারকে দলে না রাখার কারণে সমালোচিত হয়েছিলেন তৎকালীন ম্যানেজার হোর্হে সাম্পাওলি, তাঁদের অনেককেই এবার রেখেছেন স্কালোনি। এদের মধ্যে উল্লেখযোগ্য জিওভান্নি ল চেলসো, লিয়ান্দ্রো পারেদেস। তবে কপাল পুড়েছে স্টুটগার্টের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো মিডফিল্ডার সান্তিয়াগো আসকাসিবারের। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে এই দলে পারেদেস ও ল চেলসো ছাড়াও রাখা হয়েছে গিদো রদ্রিগেজ, ইভান মার্কোনে, এজেকিয়েল প্যালাসিওস ও ইগনাসিও ফার্নান্দেজকে। প্যালাসিওসকে দলে আনার ব্যাপারে কিছুদিন আগেও বেশ আগ্রহী ছিল রিয়াল মাদ্রিদ। আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে ডাক পেয়েছেন উদিনেসের হয়ে বেশ ভালো একটা মৌসুম কাটানো রদ্রিগো দে পল। আছেন ওয়াটফোর্ডের হয়ে ভালো খেলা সাবেক জুভেন্টাস তারকা রবার্তো পেরেইরা। চোটের কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়া ওয়েস্ট হামের ম্যানুয়েল লানজিনিও আছেন। আক্রমণাত্মক মিডফিল্ডারদের মধ্যে নতুন মুখ মাতিয়াস জারাচো। উইঙ্গার হিসেবে দলে আছেন অ্যানহেল ডি মারিয়া, পিতি মার্টিনেজ ও বিশ্বকাপ খেলা ম্যাক্সিমিলিয়ানো মেজা। প্রাথমিক দলে ডাক পেয়েছেন ১৩ মিডফিল্ডার, এদের মধ্যে মূল স্কোয়াডে থাকবেন সাত থেকে আটজন।

প্রাথমিক স্কোয়াডে আছেন : জিওভান্নি ল চেলসো (রিয়াল বেতিস), লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেজ (ক্লাব আমেরিকা), ম্যানুয়েল লানজিনি (ওয়েস্ট হাম), ইভান মার্কোনে (বোকা জুনিয়র্স), এজেকিয়েল প্যালাসিওস (রিভার প্লেট), রদ্রিগো দে পল (উদিনেসে), রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড), পিতি মার্টিনেজ (আটলান্টা ইউনাইটেড), ম্যাক্সিমিলিয়ানো মেজা (মন্তেরে), ইগনাসিও ফার্নান্দেজ (রিভার প্লেট), মাতিয়াস জারাচো (রেসিং), অ্যানহেল ডি মারিয়া (পিএসজি)

বাদ পড়েছেন : এভার বানেগা (সেভিয়া), লুকাস বিলিয়া (এসি মিলান), এনজো পেরেজ (রিভার প্লেট), এরিক লামেলা (টটেনহাম হটস্পার), এদুয়ার্দো সালভিও (বেনফিকা), রদ্রিগো বাত্তালিয়া (স্পোর্টিং লিসবন), সান্তিয়াগো আসকাসিবার (স্টুটগার্ট), হোয়াকিন কোরেয়া (লাৎসিও), ক্রিস্টিয়ান পাভন (বোকা জুনিয়র্স)

মূল স্কোয়াডে থাকতে পারেন : ডি মারিয়া, ল চেলসো, পারেদেস, লানজিনি, প্যালাসিওস, পিতি মার্টিনেজ, গিদো রদ্রিগেজ, পেরেইরা।

ফরোয়ার্ড
দলের মূল রত্ন যথারীতি লিওনেল মেসি। আক্রমণভাগে মেসি ছাড়াও নেওয়া হয়েছে মাউরো ইকার্দি, পাওলো দিবালা, লওতারো মার্টিনেজ, অ্যানহেল কোরেয়া, সার্জিও আগুয়েরো, মাতিয়াস সুয়ারেজকে। সাতজনের মধ্যে মূল দলে জায়গা পাবেন চারজন। মেসি ছাড়া বাকি তিনজন কে কে হবেন, সে নিয়ে বেশ ভালো একটা লড়াই হবে। আর সে লড়াইয়ে কপাল পোড়ার সম্ভাবনা সবচাইতে বেশি ইকার্দির। অবসর নেওয়ার কারণে দলে নেই গঞ্জালো হিগুয়েইন। আটলান্টার হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েও দলে স্থান পাননি পাপু গোমেজ।

প্রাথমিক স্কোয়াডে আছেন : লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), পাওলো দিবালা (জুভেন্টাস), অ্যানহেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), মাউরো ইকার্দি (ইন্টার মিলান), লওতারো মার্টিনেজ (ইন্টার মিলান), মাতিয়াস সুয়ারেজ (রিভার প্লেট)
বাদ পড়েছেন : জিওভান্নি সিমিওনে (ফিওরেন্টিনা), দারিও বেনেদেত্তো (বোকা জুনিয়র্স), লুকাস আলারিও (বেয়ার লেভারকুসেন), আলেহান্দ্রো পাপু গোমেজ (আটালান্টা)
মূল স্কোয়াডে থাকতে পারেন : মেসি, আগুয়েরো, লওতারো মার্টিনেজ, দিবালা।

কোপাতে আর্জেন্টিনার গ্রুপে আছে কলম্বিয়া, কাতার ও প্যারাগুয়ে। ১৫ তারিখে কলম্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে আলবিসেলেস্তিরা।