'সুযোগ হারিয়েছে বাংলাদেশ'

>
আফসোস করছেন মাহমুদউল্লাহ। ছবি: এএফপি
আফসোস করছেন মাহমুদউল্লাহ। ছবি: এএফপি

হ্যামিল্টন টেস্টের চতুর্থ দিনটা ভালোই লড়াই করলে বাংলাদেশ। মাহমুদউল্লাহ আর সৌম্য সরকারের ২৩৫ রানের জুটিতে নিউজিল্যান্ডকে কিছু ব্যাকফুটে ঠেলে দেওয়া গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সঙ্গী সেই ইনিংস হারই। অধিনায়ক মাহমুদউল্লাহ মনে করেন হ্যামিল্টনে যে উইকেটে খেলা হয়েছে, তাতে প্রথম ইনিংসের ব্যাটিং পারফরম্যান্স সুযোগ হারানোর মতোই।

হ্যামিল্টন টেস্টের চতুর্থ দিনটা বাংলাদেশের জন্য স্মরণীয় করে রেখেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার। এই দুই ব্যাটসম্যানের ২৩৫ রানের জুটিতে নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু শেষ অবধি তা হয়নি। ইনিংস ও ৫২ রানের হারই সঙ্গী বাংলাদেশের। এই লড়াইই আফসোসটা আরও বাড়িয়ে দিচ্ছে। অধিনায়ক মাহমুদউল্লাহ যত মনেই করেন হ্যামিল্টনের উইকেট আর কন্ডিশন বিচারে প্রথম ইনিংসে বড় একটা সুযোগই হারিয়েছে বাংলাদেশ।
প্রথম দিন থেকেই উইকেট বাংলাদেশের ব্যাটসম্যানদের পক্ষেই কথা বলছিল বলেই তার এই আফসোস, ‘উইকেট এই টেস্টে খুবই ভালো ছিল ব্যাটিংয়ের জন্য, আমি তো মনে করি আমরা বড় একটা সুযোগই হারিয়েছি। প্রথম ইনিংসে ১২০ রান তুলে ফেলেছিলাম মাত্র ১ উইকেট হারিয়ে, কিন্তু তারপরেও বেশি দূর যেতে পারিনি।’
তামিম ইকবাল দুই ইনিংসেই ছিলেন বাংলাদেশের ব্যাটিংয়ের বড় বিজ্ঞাপন। প্রথম ইনিংসে তিনি সেঞ্চুরি করে একাই লড়েছেন। দ্বিতীয় ইনিংসেও শুরুটা করেছিলেন ঠিক সেই জায়গা থেকে যেখানে প্রথম ইনিংসে থামতে বাধ্য হয়েছিলেন। দুই ইনিংসেই তিনি সতীর্থদের দেখিয়েছেন, এই উইকেটে কীভাবে ব্যাটিং করতে হয়। দ্বিতীয় ইনিংসে সৌম্য আর মাহমুদউল্লাহ আত্মবিশ্বাসের সঙ্গে খেলে যে সেঞ্চুরি দুটি পেলেন, সেটিতেও তামিমের ব্যাটিংয়ের প্রেরণা থাকছেই। মাহমুদউল্লাহ বাংলাদেশের এই বাঁ হাতি ওপেনারকে প্রাপ্য সম্মানটুকু দিচ্ছেন, ‘তামিম দুর্দান্ত এক ব্যাটসম্যান। বাংলাদেশ দলের হয়ে সে গত এক যুগ ধরেই দুর্দান্ত খেলে যাচ্ছে।’
নিউজিল্যান্ডের বোলারদের বোলিং, ঠিক জায়গা মতো বল ফেলার ক্ষমতা যে গোটা সিরিজেই বাংলাদেশকে ভোগাচ্ছে। হ্যামিল্টনেও এর ব্যতিক্রম কিছু হয়নি। বাংলাদেশের অধিনায়ক সেটি স্বীকারও করেছেন, ‘নিউজিল্যান্ডের বোলাররা ঠিক জায়গা বল ফেলে পুরো ব্যাপারটা আমাদের জন্য কঠিন করে তুলেছিল।’
নিজে রান পেয়েছেন।, করেছেন সেঞ্চুরি। কিন্তু অধিনায়ক হিসেবে এই সেঞ্চুরি তাঁকে কেন যেন খুব একটা আনন্দিত করতে পারছে না। অধিনায়ক হিসেবে দলের হারটাই তাঁকে পোড়াচ্ছে সবচেয়ে বেশি, ‘আমাদের ব্যাটিংয়ের ধারাবাহিকতা দরকার। যে রান দলকে জেতাতে পারে না, সেই রানে আসলে কোনো লাভ নেই।’