বিপিএলে কোটি টাকার খেলোয়াড়েরা সবাই কি এসেছেন?
>বিপিএলের অতীতের আসরগুলির তুলনায় এবার বড় তারকাদের সমাবেশ একটু বেশিই। কোটি টাকার খেলোয়াড়দের অনেকে চলে এসেছেন। কেউ চলে আসবেন টুর্নামেন্ট শুরু হওয়ার পর।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরই নির্বাচনী ডামাডোল। মাশরাফি বিন মুর্তজা প্রার্থী হওয়ায় নির্বাচন নিয়ে ক্রিকেটপ্রেমীরা ছিলেন একটু বাড়তি কৌতূহলী। সেটির রেশ কাটতে না কাটতেই প্রাত্যহিক জীবনে নতুন যোগ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিসিবি অবশ্য খুব একটা ঢাকঢোল পেটাচ্ছে না এবার। অনেকটা নীরবে শুরু হয়ে যাচ্ছে বিপিএল।
সংক্ষিপ্ত বিরতিতে শুরু হয়ে যাওয়া এবারের বিপিএলে নতুনত্ব বলতে যোগ হচ্ছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস), এলইডি স্টাম্প, ড্রোন ও স্পাইডার ক্যামেরা। টুর্নামেন্টটা জমাতে এসব অবশ্য সহায়ক ভূমিকা পালন করবে। বিপিএল জমবে দেশি-বিদেশি তারকাদের উপস্থিতিতে। অন্য বিপিএলের তুলনায় এবার বড় তারকাদের সমাবেশ একটু বেশিই। বিশেষ করে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, অ্যালেক্স হেলসের উপস্থিতি বাড়িয়ে দিয়েছে টুর্নামেন্টের জৌলুস। টাকার অঙ্কে প্রত্যেকের দাম স্বাভাবিকভাবেই চড়া। কারও পারিশ্রমিক দুই কোটি টাকা, কারও তিন কোটি। কোটি টাকার খেলোয়াড়েরা কেউ কেউ চলে এসেছেন, কেউ আসবেন টুর্নামেন্ট শুরু হওয়ার পর।
যাঁর খেলা নিয়ে এবার বেশ জলঘোলা হয়েছে, সেই স্টিভ স্মিথ অবশেষে ঢাকায় এসে পৌঁছেছেন। কুমিল্লা ভিক্টোরিয়ানস সূত্রে জানা গেল, সন্ধ্যায় তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। তাঁর জাতীয় দলের সতীর্থ ও সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার তো এসে গেছেন তিন দিন আগেই।
আজ সকালেও ক্রিস গেইলকে দেখা যায়নি রংপুরের অনুশীলনে। বিপিএল এ রংপুর রাইডার্সের জার্সিতে খেলতে আগামীকাল সকালে ঢাকা এসে পৌঁছাবেন ক্রিস গেইল। তবে মারকুটে ব্যাটসম্যান আগামীকালের ম্যাচটি খেলবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও নিশ্চিত করে বলতে পারেননি কখন যোগ দেবেন ক্যারিবীয় ওপেনার, ‘ও আজ না হয় কাল আসবে। এখনো নিশ্চিত হতে পারিনি।’ পরে জানা গেল, গেইল কাল সকালে নেমেই খেলবেন দুপুরে চিটাগং ভাইকিংসের বিপক্ষে বিপিএলের উদ্বোধনী ম্যাচটি। আগেই জানা গিয়েছিল, রংপুরের আরেক বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স যোগ দেবেন টুর্নামেন্ট শুরুর কদিন পর। সবশেষ যেটি জানা গেল, প্রোটিয়া তারকা যোগ দেবেন সিলেট পর্ব থেকে। রংপুরের ইংলিশ তারকা অ্যালেক্স হেলস অবশ্য চলে এসেছেন আগেই। কাল দলের সঙ্গে জন্মদিনের কেকও কেটেছেন।
এরই মধ্যে চলে এসেছেন ঢাকার কোটি টাকার তিন ক্যারিবীয় তারকা সুনীল নারাইন, কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেল। রাসেল আজ শুনিয়েছেন টুর্নামেন্টে তাঁর প্রত্যাশার কথাও, ‘আমি মনে করি আমাদের একটা ভালো দল হয়েছে। এখনো আমাদের প্রত্যাশা জেতা। খেলোয়াড়দের নতুন শুরু করতে হবে। দলের বেশির ভাগ খেলোয়াড়ের সঙ্গে আমি খেলেছি। নতুন টুর্নামেন্ট, নতুন বছর। শুরুটাও হতে হবে আমাদের ভালো। এগিয়ে যেতে হবে এখান থেকে।’