কার জন্মদিনে রামোস বললেন, পাগলের মতো ভালোবাসি

মাছ শিকারে মনোযোগী মোহাম্মদ শামি। নেশনস লিগ সামনে রেখে পর্তুগাল জাতীয় দলের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো। দক্ষিণ আফ্রিকা রাগবি দলের অধিনায়কের সঙ্গে ইয়ুর্গেন ক্লপ। সের্হিও রামোস বললেন, ‘পাগলের মতো ভালোবাসি’। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রীড়া জগতের তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৭
দুবাইয়ে সময়টা ভালোই কাটছে ভারতের পেসার মোহাম্মদ শামির। ইয়টে করে ঘুরছেন, ইয়ট চালাচ্ছেন আবার মাছও শিকার করছেন। ছবিটি পোস্ট করে শামি লিখেছেন, ‘ ড্রাইভিংয়ের আনন্দটা নিচ্ছি।’ ছবিটি মাছ শিকারের হলেও একই পোস্টের অন্য ছবিতে শামিকে ইয়ট চালাতে দেখা গেছে।
ইনস্টাগ্রাম
২ / ৭
উয়েফা নেশনস লিগে কোয়ার্টার ফাইনাল সামনে রেখে পর্তুগাল জাতীয় দলে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) লোগোর সামনে দাঁড়িয়ে তোলা ছবিটি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘ফিরে ভালো লাগছে’।’
ইনস্টাগ্রাম
৩ / ৭
দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি রাগবি বিশ্বকাপজয়ী সিয়া কোলিসির সঙ্গে লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ। তাঁর সঙ্গে দেখা হওয়ায় ছবির ক্যাপশনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই জার্মান ফুটবল কোচ। তবে ক্যাপশনে আরও একটি কথাও লিখেছেন, ‘রজার ফেদেরার, তুমি কি বার্তাটি পেয়েছ?’ টেনিস কিংবদন্তিকে কীসের বার্তা পাওয়ার কথা বলেছেন ক্লপ, তা অবশ্য জানা যায়নি
ইনস্টাগ্রাম
৪ / ৭
বেলজিয়াম জাতীয় দলে যোগ দেওয়ার পথে মাসকটের সঙ্গে দেখা কেভিন ডি ব্রুইনার। উয়েফা নেশনস লিগে আগামী বৃহষ্পতিবার রাতে ইউক্রেনের মুখোমুখি হবে বেলজিয়াম। ছবিটি পোস্ট করে ডি ব্রুইনা লিখেছেন, ‘অনেকদিন দেখা নেই’
ইনস্টাগ্রাম
৫ / ৭
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের বিজনেস ডেলিগেশনের অংশ হিসেবে ভারত সফরে গিয়েছেন সাবেক ক্রিকেটার রস টেলর। হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হাত মেলানোর ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নিউজিল্যান্ড কিংবদন্তি
ইনস্টাগ্রাম
৬ / ৭
বন্ধু কী খবর বলো! ডাচ কিংবদন্তি আরিয়েন রোবেনকে কি এমন কিছুই বলেছেন স্প্যানিশ কিংবদন্তি ইকার ক্যাসিয়াস। রিয়াল মাদ্রিদে দুজন সতীর্থ ছিলেন। দেখা হওয়ার পর সেসব স্মৃতি উসকে ওঠাই স্বাভাবিক
ইনস্টাগ্রাম
৭ / ৭
স্পেনের মডেল ও টিভি উপস্থাপিকা পিলার রুবিওর সঙ্গে ২০১২ সাল থেকে মন দেওয়া–নেওয়া শুরু সের্হিও রামোসের। ২০১৯ সালে বিয়েও করেন দুজন। আজ স্ত্রীর জন্মদিনে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই ছবি পোস্ট করে স্পেন ও রিয়াল কিংবদন্তি লিখেছেন, ‘আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। সেরা জীবনসঙ্গী, সেরা মা ও বিভিন্ন রোমাঞ্চকর অভিযাত্রায় সেরা সহযাত্রী হওয়ার জন্য আমি তোমাকে শুধু ধন্যবাদই দিতে পারি’
ইনস্টাগ্রাম