সাকিবের যত কীর্তি

ওয়ানডেতে আজ একটি মাইলফলকের দেখা পেলেন সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পরছবি: প্রথম আলো

২০০৬ সালের ৬ আগস্ট। হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হলো সাকিব আল হাসানের। সেই ম্যাচে এল্টন চিগুম্বুরাকে বোল্ড করে ওয়ানডে ক্রিকেটে প্রথম উইকেটটি পেয়েছিলেন ১৯ বছর বয়সী তরুণ অলরাউন্ডার। ১৬ বছর ৭ মাস পর আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই সাকিব পেয়ে গেলেন ৫০ ওভারের ক্রিকেটে ৩০০তম উইকেটের দেখা।

ইংল্যান্ডের অভিষিক্ত খেলোয়াড় রেহান আহমেদকে আউট করেই বাংলাদেশের প্রথম ও বিশ্বের ১৪তম বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁলেন সাকিব। আজ আরও রেকর্ড ভেঙেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আরও পড়ুন
আরও পড়ুন
ওয়ানডেতে বোলার সাকিব

ম্যাচ উইকেট সেরা গড় ইকো. ৪/৫
২২৭ ৩০০ ৫/২৯ ২৮.৯৬ ৪.৪৫ ১০/৪

শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া ও পাকিস্তানের শহীদ আফ্রিদির পর তৃতীয় খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রান ও ৩০০ উইকেটের ‘ডাবল’ পেলেন সাকিব। তবে এই ডাবলে সাকিবই দ্রুততম। জয়াসুরিয়া ৩৯৭ ও আফ্রিদি ৩১৪ ম্যাচে ছুঁয়েছেন এই ‘ডাবল’। সাকিব পেলেন ২২৭ ম্যাচেই।

উইকেট নেওয়ার পর সাকিবের উদ্‌যাপন
ছবি: প্রথম আলো

ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থবার এক ম্যাচে ফিফটি ও ৪ উইকেট পেলেন সাকিব। এই রেকর্ডে এখন সাকিবই সবার ওপরে। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার এই কীর্তি আছে ক্রিস গেইল ও শহীদ আফ্রিদির।

আরও পড়ুন
কীভাবে সাকিবের কত উইকেট

ক্যাচ ১৫৬
বোল্ড ৬৩
এলবিডব্লু ৫৭
স্টাম্পড ২৪

কোথায় কত উইকেট

দেশে ১৭৮
প্রতিপক্ষের মাঠে ৭৮
নিরপেক্ষ ভেন্যুতে ৪৪
সাকিবের প্রিয় তিন শিকার
৯ এল্টন চিগুম্বুরা জিম্বাবুয়ে
৮ ব্রেন্ডন টেলর জিম্বাবুয়ে
৭ ভুসিমুজি সিবান্দা জিম্বাবুয়ে

মাইলফলক উইকেট

১ম

ব্যাটসম্যান এল্টন চিগুম্বুরা
বিপক্ষ জিম্বাবুয়ে
তারিখ ৬ আগস্ট ২০০৬
ভেন্যু হারারে
ম্যাচ ১

১০০

ব্যাটসম্যান আসাদ শফিক
বিপক্ষ পাকিস্তান
তারিখ ২১ জুন ২০১০
ভেন্যু ডাম্বুলা
ম্যাচ ৮৮

এমন অভিবাদন সাকিবকেই মানায়
ছবি: প্রথম আলো

২০০

ব্যাটসম্যান হাশিম আমলা
বিপক্ষ দক্ষিণ আফ্রিকা
তারিখ ১৫ জুলাই ২০১৫
ভেন্যু চট্টগ্রাম
ম্যাচ ১৫৬

৩০০

ব্যাটসম্যান রেহান আহমেদ
বিপক্ষ ইংল্যান্ড
তারিখ ৬ মার্চ ২০২৩
ভেন্যু চট্টগ্রাম
ম্যাচ ২২৭

৮২

ওয়ানডেতে সাকিব সবচেয়ে বেশি উইকেটে পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে।

১৩১

ওয়ানডেতে সাকিব সবচেয়ে বেশি উইকেটে পেয়েছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।