সবাইকে রোনালদোর ঈদ মোবারক

পরিবার নিয়ে লন্ডনে ঘুরছেন সৌরভ গাঙ্গুলী। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রীড়াঙ্গনের বিভিন্ন মুহূর্তের নির্বাচিত ছবি নিয়ে এই আয়োজন—
১ / ৭
জাতীয় দল অস্ট্রেলিয়ায় তাঁরা সতীর্থ, তবে আইপিএলে প্রতিপক্ষ। এবারের আইপিএলে মিচেল স্টার্ক খেলছেন দিল্লি ক্যাপিটালসে, প্যাট কামিন্স হায়দরাবাদে। আজ দুজনের দল মুখোমুখি হয়েছে
বিসিসিআই
২ / ৭
অবকাশে মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট
ইনস্টাগ্রাম
৩ / ৭
ছবিটি পোস্ট করে আফগান অলরাউন্ডার গুলবদিন নাইব লিখেছেন, ‘ঈদুল ফিতর মোবারক’
ইনস্টাগ্রাম
৪ / ৭
ম্যাচ সামনে রেখে অনুশীলনে গুজরাট টাইটানসের কিউই অলরাউন্ডার গ্লেন ফিলিপস
ইনস্টাগ্রাম
৫ / ৭
সামনেই বিশ্বকাপ বাছাইপর্ব। তাই এবারের ঈদে ছুটি পায়নি বাংলাদেশ নারী দল। মিরপুর শেরেবাংলায় নিগার-নাহিদা-রিতুদের দিনটা অনুশীলন করেই কেটেছে
ফেসবুক
৬ / ৭
লন্ডনে ঘুরতে যাবেন, কিন্তু বিগ বেনের সামনে ছবি তুলবেন না—তা হয় নাকি! স্ত্রী-সন্তান নিয়ে লন্ডনে যাওয়া সৌরভ গাঙ্গুলী ছবিটিকে স্মৃতি হিসেবেই রেখে দিলেন
ইনস্টাগ্রাম
৭ / ৭
সৌদি আরবে আজ ঈদ। উৎসবের দিনে সৌদির সংস্কৃতিই ধারণ করেছেন আল নাসরের পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনাদো। পরেছেন জোব্বা, হাতে তলোয়ার। রোনালদো লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদ মোবারক! এই বিশেষ সময়টি আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য আনন্দ, শান্তি এবং সুখ বয়ে আনুক’
ইনস্টাগ্রাম