দেহরক্ষীর হাতে ব্যালন ডি’অর দিয়ে যা বলেছিলেন মেসি
পরিবারের বাইরে লিওনেল মেসির সবচেয়ে বেশি সময় কাটে সম্ভবত ইয়াসিন চেয়ুকোর সঙ্গে। দেহরক্ষী বলে কথা! ২০২৩ সালের জুলাইয়ে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর তাঁর সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের এই পেশাদার নিরাপত্তাকর্মী। দেহরক্ষী হওয়ায় খুব কাছ থেকেই মেসির ভালো–মন্দ নানা সময়ের সাক্ষী ইয়াসিন। সে সবেরই অংশবিশেষ নিয়ে এবার কথা বলেছেন এক্স প্ল্যাটফর্মের দ্য ইউরোপিয়ানল্যাডের সঙ্গে।
নিজেকে মেসির পরিবারের একজন মনে করেন জানিয়ে ২০২৩ ব্যালন ডি’অরের একটি স্মৃতিচারণা করেছেন ইয়াসিন। সেখানে বলেছেন, আর্জেন্টাইন অধিনায়কের কিছু কথা তিনি কখনো ভুলবেন না।
২০২৩ সালে আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি। ব্যালন ডি’অর অনুষ্ঠানে মেসিকে পুরো সময় সঙ্গ দিয়েছেন ইয়াসিন। সে সময় ফেরার পথে বিমানে মেসির সঙ্গে আলাপন ইয়াসিন তুলে ধরেন এভাবে, ‘মেসি আমাকে দেহরক্ষী হিসেবে দেখে না, বরং একজন বন্ধু হিসেবে হিসেবে দেখে। যখন সে ব্যালন ডি’অর জিতল, সে আমাকে বলল “ইয়াসিন ব্যালন ডি’অরটা নাও।” আমি তাকে বললাম, “আচ্ছা”। প্রথমে আমি ভেবেছি, সে হয়তো আমাকে এটা অন্য কোথাও বহন করে নিয়ে যেতে বলবে।’
এরপর কী ঘটল, তার বর্ণনা দিয়ে ইয়াসিন আরও বলেছেন, ‘আমি যখন সেটা হাতে নিলাম, সে তার পুত্রদের এবং স্ত্রীকে বলল, “সেরা দেহরক্ষীদের ব্যালন ডি’অর পাবে ইয়াসিন।” এটা খুবই সুন্দর মুহূর্ত এবং বিশ্বসেরা এই খেলোয়াড়ের কথাগুলো আমি কখনো ভুলব না।’
নিজেকে মেসির পরিবারের একজন মনে করেন জানিয়ে এই দেহরক্ষী বলেছেন, ‘আমি নিজেকে তার পরিবারের একজন হিসেবে অনুভব করি এবং আমি তাকে রক্ষার সর্বোচ্চ চেষ্টা করি। এটা শুধু শারীরিক দিক থেকেই নয় বরং মানসিক দিক থেকেও। কারণ সে আমাকে অনেক বিশ্বাস করে এবং আমার ওপর নির্ভর করে। তাই আমার কাজ হচ্ছে, তার ওপর পূর্ণ মনোযোগ দেওয়া। সে অনেক বিনয়ী।’
ইন্টার মায়ামির প্রেসিডেন্ট ডেভিড বেকহামের উদ্যোগে নিয়োগ করা ইয়াসিন মূলত খেলাসংশ্লিষ্ট জায়গাগুলোয় মেসির সঙ্গে থাকেন। ম্যাচ ও অনুশীলন এবং কোনো অনুষ্ঠানে তাঁর সুরক্ষা নিশ্চিতের কাজটি করেন তিনি।