‘তুমি আমার জান’—কাকে বললেন হাসান আলী

বিমানবন্দরে হাস্যোজ্জ্বল জাকের আলী। উড়ন্ত ফারজানা ইয়াসমিন। একসঙ্গে কার্লোস আলকারাজ ও রবার্তো কার্লোস। শাদাব খানের পোজ। স্ত্রীর সঙ্গে হাসান আলী। মাঠে ও মাঠের বাইরে খেলার তারকাদের ছবি।
১ / ৮
কোনো কথা নয়, ভালোবাসার ইমোজি দিয়েই ছবিটা পোস্ট করেছেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরা
ইনস্টাগ্রাম
২ / ৮
এক ফ্রেমে দুই ভুবন ও প্রজন্মের দুই তারকা স্প্যানিশ টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ ও রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস। আজ রিয়াল-সেভিয়া ম্যাচ দেখতে মাদ্রিদে এসেছেন তাঁরা
ইনস্টাগ্রাম
৩ / ৮
এই ছবি পোস্ট করে মেয়েকে ১৫তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নিকোলাস ওতামেন্দি। দীর্ঘ এক ক্যাপশনে মেয়ের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার
ইনস্টাগ্রাম
৪ / ৮
‘সামনে দেখো, প্রস্তুত হও’—এই ক্যাপশনে ছবিটা পোস্ট দিয়েছেন পাকিস্তানি স্পিনার শাদাব খান
ইনস্টাগ্রাম
৫ / ৮
ভারতের বিপক্ষে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ ফাইনালে দল না জিতলে বল হাতে এভাবেই উড়েছেন বাংলাদেশি পেসার ফারজানা ইয়াসমিন। ৩১ রানে ৪ উইকেট নেন
এসিসি
৬ / ৮
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডেতে বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। একপর্যায়ে বৃষ্টির তোপ থেকে বাঁচতে এভাবেই ছাতা হাতে দেখা গেল এক আম্পায়ারকে
ইনস্টাগ্রাম
৭ / ৮
বিমানবন্দরে ক্যামেরার সামনে তাঁর পোজ দেওয়ার ভঙ্গিই বলে দিচ্ছে সময়টা এখন জাকের আলীর। ওয়েস্ট ইন্ডিজে অনবদ্য এক সফর শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের এই ব্যাটসম্যান
শামসুল হক
৮ / ৮
‘তুমি আমার জান, হে প্রিয়’—স্ত্রীর উদ্দেশে কথাটা বলেছেন পাকিস্তানি পেসার হাসান আলী। সঙ্গে জুড়ে দিয়েছেন এই ছবি
ইনস্টাগ্রাম