ছবিতে ছবিতে ভারতকে হারিয়ে বাংলাদেশের যুবাদের আবারও এশিয়া জয়

দুবাইয়ে আজকের রাতটা বাংলাদেশের জন্য শুধুই উদ্‌যাপনের। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। শিরোপা জয়ের পর মাঠেই শুরু হয়েছে বাঁধনহারা উদ্‌যাপন। শিরোপা জয়ের পর উদ্‌যাপনের সেই মুহূর্তগুলোর নির্বাচিত ছবি নিয়ে এ আয়োজন—  
১ / ৮
কেউ চড়ে বসেছেন সতীর্থের কাঁধে, কারও গায়ে জড়ানো জাতীয় পতাকা, কেউ আবার উঁচিয়ে ধরেছেন জাতীয় পতাকা এবং কারও হাতে আবার দেখা যাচ্ছে বিজয়ের স্মারক স্টাম্প। শিরোপা জয়ের মুহূর্তে নানারূপে ফ্রেমবন্দী হলেন বাংলাদেশের উদীয়মান ক্রিকেটাররা
এসিসি
২ / ৮
ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীকে ফিরিয়ে বাংলাদেশের পেসার মারুফ মৃধার উদ্‌যাপন। ভারতের একের পর এক উইকেট পতনের মধ্য দিয়েই মূলত শুরু হয়ে যায় বাংলাদেশের শিরোপা উদ্‌যাপন
এসিসি
৩ / ৮
এই ছবিতে গ্যালারি এবং মাঠ যেন মিশে গেল এক মোহনায়। দর্শক-সমর্থকদের পেছনে রেখে এভাবেই আজকের শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করেছে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা
এসিসি
৪ / ৮
চ্যাম্পিয়নস লেখা বোর্ডের সামনে এসে এভাবে উদ্‌যাপনে মাতেন বাংলাদেশের যুবারা। টুর্নামেন্টের রাজাদের হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের উদ্‌যাপন তো এমনই হওয়ার কথা
এসিসি
৫ / ৮
পেসার ইকবাল হোসেনের দুই হাতে শ্রেষ্ঠত্বের দুই স্মারক। ফাইনালে ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা আর টুর্নামেন্টে ১৩ উইকেট নিয়ে হয়েছেন সিরিজ সেরা
এসিসি
৬ / ৮
উদ্‌যাপন শুধু মাঠে নয়, হয়েছে গ্যালারিতেও। আজ দুবাইয়ের গ্যালারি ‘দ্বাদশ খেলোয়াড়’ হিসেবে মাতিয়ে রাখেন বাংলাদেশি দর্শকেরা
এসিসি
৭ / ৮
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের পর ট্রফি উঁচিয়ে এভাবেই বাঁধনহারা উদ্‌যাপনে মাতেন বাংলাদেশের যুবারা
এসিসি
৮ / ৮
সামনে ট্রফি রেখে আর গলায় মেডেল ঝুলিয়ে বাংলাদেশের যুবাদের এই উদ্‌যাপন অনেক দিন মনে রাখার মতো
এসিসি