নিজের ‘জীবন’–এর সঙ্গে লিটন

এবারের বিপিএলে আজই প্রথম মাঠে নামলেন পেসার ইবাদত হোসেন। নিজের ‘জীবন’–এর ছবিতে লিটন দাস। অস্ট্রেলিয়ান ওপেনে দারুণ কয়েকটি দিন কাটালেন পেস কিংবদন্তি ব্রেট লি। ক্রিস্টিয়ানো রোনালদোর ‘৯২০’। গল–দুর্গের পাশে স্টেডিয়ামে শ্রীলঙ্কানদের অনুশীলন। মাঠে ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি
১ / ৮
সৌদি আরবে জয় অ্যাওয়ার্ডসে এক ফ্রেমে চলচ্চিত্র ও খেলার ভুবনের তারকারা। কে নেই! মরগান ফ্রিম্যান, অ্যান্থনি হপকিন্স, আমান্দা সাইফ্রেড, হ্যান্স জিমার, হৃতিক রোশনরা ছিলেন। আর ছিলেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবিটি পোস্ট করেন অঁরি
ইনস্টাগ্রাম
২ / ৮
কিয়েভে চ্যারিটি বক্সিং লড়াইয়ে দুই লড়াকু। দুজনই সামরিক বাহিনীর। রাশিয়ার সঙ্গে যুদ্ধে অঙ্গপ্রত্যঙ্গ হারানো সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে তহবিল গঠনের জন্য এ আয়োজন করা হয়
এএফপি
৩ / ৮
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে গলে অনুশীলনে শ্রীলঙ্কা ক্রিকেট দলের কুশল মেন্ডিস। পেছনে চোখজুড়ানো গল–দুর্গের মিনার
এএফপি
৪ / ৮
গোল পেয়েই যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি লিগে আল ফাতেহর বিপক্ষে গোলের পর সতীর্থকে জড়িয়ে ধরার এ ছবি নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে পর্তুগিজ কিংবদন্তি লিখেছেন, ‘আমরা থামব না।’ ক্যারিয়ারে ৯২০ গোল হলো রোনালদোর
এক্স
৫ / ৮
অস্ট্রেলিয়ান ওপেন শেষ হওয়ার পর আজ এ ছবি পোস্ট করেন দেশটির কিংবদন্তি পেসার ব্রেট লি। গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টটি দেখে মজা পাওয়ায় লিখেছেন, ‘অসাধারণ কয়েকটি দিন কাটল।’
ইনস্টাগ্রাম
৬ / ৮
ছেলের তৃতীয় জন্মদিনে হাসিখুশিময় পারিবারিক এ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং
ইনস্টাগ্রাম
৭ / ৮
দুই কিংবদন্তি এক ফ্রেমে। জার্মানির সাবেক মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও সুইডেনের সাবেক স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। ছবিটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন শোয়েনস্টেইগার
ইনস্টাগ্রাম
৮ / ৮
নিজের কন্যার সঙ্গে এ ছবি পোস্ট করে বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাস লিখেছেন, ‘আমার জীবন।’
ইনস্টাগ্রাম