ডাচ রেকর্ড গড়ে আন্তনিকে ইউনাইটেডে বিক্রি করছে আয়াক্স
চুক্তিটা আজ যেকোনো মুহূর্তে হয়ে যেতে পারে। আয়াক্স আমস্টারডামের সঙ্গে নীতিগতভাবে ঐকমত্যে পৌঁছেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপের সংবাদমাধ্যম জানিয়েছে, আজ ওল্ড ট্রাফোর্ডে স্বাস্থ্য পরীক্ষা হবে আয়াক্সের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।
এরপর ভিসাপ্রক্রিয়া সম্পন্ন হলেই চুক্তি সই হবে দুই পক্ষের। ১০ কোটি ইউরোয় ডাচ ক্লাবটি থেকে আন্তনিকে কেনার বিষয়ে রাজি হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ জানিয়েছে, আজ আন্তনির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করার কথা ম্যানচেস্টার ইউনাইটেডের। চতুর্থ দফার চেষ্টায় তাঁকে দলে ভেড়াতে পারছে এরিক টেন হাগের দল। ডাচ এই কোচ আয়াক্স থেকে গত এপ্রিলে ইউনাইটেড কোচের দায়িত্ব নেন।
ডাচ ক্লাবটিতে আন্তনিকে তিন মৌসুমে খুব কাছ থেকে দেখেছেন টেন হাগ। ২০২০-২১ এবং ২০২১-২২ মৌসুমে আন্তনির পারফরম্যান্স ছিল নজরকাড়া।
জেডন সাঞ্চো, মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি এলাঙ্গা, অ্যান্থনি মার্শিয়াল ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আন্তনিকেও সংযুক্ত করে আক্রমণভাগ আরও সমৃদ্ধ করতে চান টেন হাগ। আর্জেন্টাইন সেন্টারব্যাক লিসান্দ্রো মার্তিনেজ, ডাচ লেফটব্যাক টাইরেল ম্যালাসিয়া ও ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোকে কিনে এবারের দলবদলের মৌসুমে এরই মধ্যে ১১ কোটি ইউরোর বেশি খরচ করেছে ইউনাইটেড।
আন্তনি এই মৌসুমে ক্লাবটির স্কোয়াডে শেষ সংযোজন হলে অবাক হওয়ার কিছু নেই।
আন্তনির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করবে ইউনাইটেড। আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর পথও খোলা রাখা হবে চুক্তির শর্তে। উইঙ্গার হিসেবেও খেলতে পারা ২২ বছর বয়সী এই খেলোয়াড়ের জন্য গত সপ্তাহে তৃতীয় দফায় ৯ কোটি ইউরোর প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছিল ইউনাইটেড। এরপর ধারাবাহিক আলোচনায় রোববার খুলে যায় সফলতার দরজা।
আন্তনি নিজেও এর আগে আয়াক্স ছাড়ার ইচ্ছার কথা সংবাদমাধ্যমকে বলেছেন। গত শুক্রবার তাঁর উদ্ধৃতি প্রকাশ করেছিল গার্ডিয়ান, ‘গত ফেব্রুয়ারিতেই আমার এজেন্ট আয়াক্সকে জানিয়েছে, নতুন চ্যালেঞ্জের খোঁজে আমি ক্লাব ছাড়তে চাই। বেশ কিছু ক্লাব আমার প্রতি আগ্রহী, ওরা ভালো দাম পাবে। আয়াক্সও আমাকে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। আবারও বলছি, আমি চলে যেতে চাই।’
ইউনাইটেডের সঙ্গে আয়াক্সের চুক্তির মৌলিক বিষয়াদি এখন ঠিক করা হচ্ছে। গার্ডিয়ান জানিয়েছে, দলবদল ফি হিসেবে ৯ কোটি ৫০ লাখ ইউরো পাচ্ছে আয়াক্স। অন্য বিষয়াদি মিলিয়ে অ্যাড অনস হিসেবে পাবে আরও ৫০ লাখ ইউরো। ডাচ ক্লাবটি এর আগে কোনো খেলোয়াড়ের জন্য এত বড় অঙ্কের দলবদল ফি পায়নি।
নেদারল্যান্ডসের শীর্ষ লিগ এরডিভিসির ইতিহাসেও সর্বোচ্চ পরিমাণ দলবদল ফিতে ক্লাব পাল্টাচ্ছেন আন্তনি। এর আগের রেকর্ডটিও আয়াক্সের। ২০১৯ সালে মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকে ৮ কোটি ৬০ লাখ ইউরোয় আয়াক্স থেকে কিনেছিল বার্সেলোনা। প্রথম ডাচ ক্লাব হিসেবে ১০ কোটি ইউরোতে কোনো খেলোয়াড়কে বিক্রির রেকর্ডও গড়তে যাচ্ছে আয়াক্স।
ডাচ ক্লাবটির সঙ্গে আন্তনির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত। ইউনাইটেড তাঁকে কিনতে ধারাবাহিকভাবে দাম বাড়িয়েছে। এরপর আর না করতে পারেনি আয়াক্স। সাও পাওলো থেকে ২০২০ সালে আন্তনিকে দেড় কোটি ইউরোয় কিনেছিল ক্লাবটি। ইউনাইটেডে আয়াক্স সতীর্থ লিসান্দ্রো মার্তিনেজকে পাচ্ছেন এই ফরোয়ার্ড।
ফরাসি ফরোয়ার্ড মার্শিয়াল চোটে পড়ার পর আন্তনিকে কিনতে আরও তোড়জোড় শুরু করেন টেন হাগ। ইউনাইটেডের মৌসুমের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি মার্শিয়াল।