আফিফের দিকে বল ছুড়ে জরিমানা আফ্রিদির

ইনিংসের তৃতীয় ওভারে আফিফের দিকে বল ছুড়ে জরিমানা আফ্রিদিরছবি: এএফপি

পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আফিফ হোসেনের দিকে অযথাই বল ছুড়ে মেরেছিলেন পাকিস্তানি ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। ছক্কা খেয়ে মেজাজ হারিয়ে বাংলাদেশি ব্যাটসম্যানের দিকে যেভাবে তিনি বল ছুড়ে মেরেছিলেন, তাতে বড় বিপদই হতে পারত। এ ঘটনায় আইসিসি ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে পাকিস্তানি তারকাকে। সঙ্গে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

বাংলাদেশের তৃতীয় ওভারের ঘটনা সেটি। ব্যাটিংয়ে নেমে আফ্রিদির প্রথম বলে ছক্কা মারলেন আফিফ। মেজাজ হারিয়ে আফ্রিদি এর পরের বলেই ফলো থ্রুতে বল ধরে সেটি বিপজ্জনকভাবে আফিফের শরীরে মেরে বসেন। বলটি আঘাত করে আফিফের পায়ে।

ম্যাচ শেষে আফ্রিদি ক্ষমা চেয়েছেন আফিফের কাছে
ছবি: পিসিবি টুইটার

এতে আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছেন আফ্রিদি। তাঁর অপরাধটি প্রথম পর্যায়ের। জরিমানার পাশাপাশি আফ্রিদিকে ভর্ৎসনাও করা হয়েছে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

আফ্রিদির বিপক্ষে অভিযোগ করেন মাঠের দুই আম্পায়ার গাজী সোহেল, তানভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান এবং চতুর্থ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ। শাহিন শাহ আফ্রিদি সরাসরি অপরাধ স্বীকার করায় বিষয়টি নিয়ে আর শুনানির প্রয়োজন পড়েনি।

ম্যাচ শেষে অবশ্য আফিফের কাছে ব্যক্তিগতভাবেও ক্ষমাপ্রার্থনা করেন আফ্রিদি। আফিফের সঙ্গে আনুষ্ঠানিক করমর্দনের সময় তাঁকে জড়িয়ে ধরে পরিস্থিতি হালকা করার চেষ্টা করেন।