আপনার ২০২০ কেমন যাবে?
২০২০ কেমন যাবে, এই নিয়ে আমি কিছু ভবিষ্যদ্বাণী করব। কিন্তু তার আগে, যেকোনো বুদ্ধিমান ভবিষ্যদ্বক্তার মতো আমি আপনার অতীত নিয়ে কথা বলব। আপনি যদি দেখেন যে সেসব মিলে গেছে, তখনই কেবল আমার ভবিষ্যদ্বাণীতে আপনি ভরসা রাখতে পারবেন।
১. আপনি লোকটা খুব ভালো। আপনার মনের মধ্যে কোনো ঘোরপ্যাঁচ নেই। তবু লোকে আপনাকে ঠিক ধরতে পারে না। ভুল বোঝে।
২. আপনি মানুষের উপকার করতে পছন্দ করেন। কিন্তু লোকে আপনার উপকারগুলোকে মনে রাখে না। কিন্তু কোনো একদিন আপনি একটা ভুল করেছিলেন, সবাই সেটাই মনে করে বসে আছে।
৩. আপনার কাছ থেকে যারা টাকা ধার নিয়েছে, তারা অনেকেই ফেরত দিয়েছে। তবে কয়েকজন ফেরত দেয়নি।
৪. আপনিও কয়েকজনকে কিছু করে দেওয়ার প্রতিশ্রুতি করেছিলেন, কারও কাছ থেকে টাকাপয়সা ধার করেছেন বা কোনো কাজ করে দেওয়ার জন্য অগ্রিম নিয়েছেন, কাজটা করে দেওয়া হয়ে ওঠেনি। ধারটা দেব দেব করেও শোধ করে দেওয়া হয়নি।
৫. আপনি ভেবেছিলেন, ২০১৯-এ ফেসবুক কম কম করে করবেন, মধ্যখানে কয়েক দিন বেশ কমিয়েওছিলেন, শেষতক করা হয়ে ওঠেনি।
৬. বেশ কয়েকটা বই আপনি পড়া শুরু করেছেন, কিন্তু শেষ করে উঠতে পারেননি।
৭. আপনার একটা চিকিৎসা করে ফেলা দরকার, কিন্তু যাই যাই করেও ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে না।
৮. আপনার খুব গুরুত্বপূর্ণ বন্ধু আপনার জন্মদিন ভুলে গিয়েছিল।
৯. রোজ চুল পড়ে যাচ্ছে। এই নিয়ে আপনি চিন্তিত।
১০. আপনার রোজ ব্যায়াম করার কথা। আরম্ভও করেছিলেন। কিন্তু এখন আর নিয়মিত শরীরচর্চা করা হচ্ছে না। জিমের মেম্বার হয়েছিলেন, কয়েক দিন গেছেন, আর যান না।
যদি ওপরের ১০ দফার ৭ দফা মিলে গিয়ে থাকে, তাহলে আপনার সামনের বছরটা কেমন যাবে, তা নিয়ে আমরা কথা বলতে পারি।
আপনার সামনের বছর অবশ্যই ভালো যাবে। আপনার আয় বাড়বে। খরচও বাড়বে। যানজট বাড়বে, ফলে রাস্তায় আপনাকে আরও অনেক বেশি সময় বসে থাকতে হবে। যানজটে বসে থাকার সময় আপনি অবশ্যই ফেসবুক করবেন। আপনি অবশ্যই সামনের বছরে নতুন মোবাইল ফোন কিনবেন।
ঢাকার বাতাস আরও দূষিত হবে।
আপনি অবশ্যই উন্নতি করবেন, কিন্তু সমস্যা হলো, আপনার প্রতিবেশী আরও বেশি উন্নতি করে ফেলবে। আপনি অবশ্যই চাকরিতে ভালো করবেন, তবে সমস্যা হলো, আপনার সহকর্মী আপনার চেয়ে কম কাজ করেও বেশ উন্নতি করবে।
আমেরিকায় ট্রাম্পই ক্ষমতায় থাকবেন, ভারতে থাকবেন মোদি, পাকিস্তানে থাকবেন ইমরান খান, ইংল্যান্ডে থাকবেন বরিস জনসন, রাশিয়ায় পুতিন, উত্তর কোরিয়ায় কিম জং-উন। লাইফ ইজ বিউটিফুল।
উত্তর কোরিয়ার ভোটের পদ্ধতি খুবই রমণীয়। ব্যালট পেপারে একটা নাম থাকে। সেই ব্যালট পেপারটাই বাক্সে ফেলতে হয়। সিল ছাপ্পর দিতে হয় না। এটাই ভোট। ভোটের পর কিমের জন্য আনন্দ প্রকাশ করাও বাধ্যতামূলক।
আমাদের দেশ উন্নতি করতেই থাকবে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনৈতিক মন্দা ঠেকিয়ে দেবে। বড়লোক আরও বড়লোক হবে। গরিব আরও গরিব হবে, এই কথা আমি বলতে চাই না। না বলতে পারলে ভালো হতো। কিন্তু ২০২০-এ আমরা এ প্রবণতা ঠেকিয়ে ফেলতে পারব বলে মনে করি না। তবু জাতির পিতার জন্মশতবার্ষিকীর বছরে দেশের গরিব-দুঃখী মানুষের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে, এই প্রত্যাশা আমরা করতেই থাকব।
২০২০ সালের ৩১ ডিসেম্বরের মধ্য রাত পার হয়ে গেলে ২০২১ আসবে। আমরা মধ্যআয়ের দেশ থেকে উন্নত দেশ হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাব। আরও কিছু জলাভূমি বেদখল হবে, আরও কিছু বন উজাড় হবে, আরও কিছু কৃষিজমিতে বিল্ডিং উঠবে।
আশার কথা দিয়েই শেষ করতে চাই। সত্যেন্দ্রনাথ দত্ত পবিত্র কোরআনের সুরা দোহা অনুবাদ করেছিলেন। তার একটা লাইন হলো, ‘অতীতের চেয়ে নিশ্চয়ই ভালো হবে রে ভবিষ্যৎ।’ ২০১৯-এর চেয়ে নিশ্চয়ই ২০২০ ভালো হবে। শুভ নববর্ষ।