প্রাঞ্জল বাংলা অনুবাদে কোরআন

পবিত্র কোরআনের অনেকগুলো বাংলা অনুবাদ এখন বাজারে পাওয়া যায়। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের কোরানশরিফ: সরল বঙ্গানুবাদ অন্যতম। ১৯৮৪ সালে কোরানসূত্র নামে তাঁর যে বইটি প্রকাশিত হয়েছিল, সেটাকে কোরআনের পূর্ণ বাংলা অনুবাদে রূপ দেয়ার ফসল এই সরল বঙ্গানুবাদটি।

কোরানসূত্র প্রকাশের পরই বেশ জনপ্রিয়তা পায়। ১৯৯৪ সালে সেটির পুনর্মুদ্রণ হয় বাংলা একাডেমি থেকে। এটি ছিল বাংলা ভাষায় কোরআনের একটি বিষয়ভিত্তিক বিন্যাস। বলা যায়, কোরআনের একটি বাংলা কোষগ্রন্থ, যদিও তা পূর্ণাঙ্গ নয়। তবে এ ধরনের কোনো বই বাংলায় তখনো ছিল না। ফলে কোরআন শরিফে বিভিন্ন বিষয়, বস্তু ও ব্যক্তির যে উল্লেখ আছে, তা সহজে খুঁজে পাওয়ার কোনো ‍উপায় বাংলা ভাষায় ছিল না। হাবিবুর রহমানের কাজ সেই উপায় তৈরি করে দেয়। যেমন: কেউ যদি জানতে চান যে হজরত ইব্রাহিম (আ.) সম্পর্কে কোরআনের কোন কোন সুরার কী কী আয়াতে কী বলা হয়েছে, তাহলে কোরআনসূত্রে বিষয়সূচিতে থাকা ’ইব্রাহিম’-এর ভুক্তি দেখে তা জানতে পারবেন।

আরও পড়ুন

প্রায় ৪০০টি বিষয়ের ভুক্তি রয়েছে বইটিতে। বিষয়গুলো বাংলা বর্ণমালার ক্রমানুসারে সাজানো হয়েছে।

পাঠকের কাছে আবেদন তৈরি করলেও মুহাম্মদ হাবিবুর রহমান কোরানসূত্র নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তাই তিনি সহজ বাংলায় একটি পূর্ণাঙ্গ অনুবাদের কাজে হাত দেন। সেই শ্রমসাধ্য প্রয়াসের ফল হিসেবে ২০০০ সালে কোরানশরিফ: সরল বঙ্গানুবাদ প্রকাশিত হয় মাওলা ব্রাদার্স থেকে। দুই দশক পরে ২০২০ সালে প্রথমা থেকে এর নতুন সংস্করণ প্রকাশিত হয়।

মুহাম্মদ হাবিবুর রহমান সহজ ভাষায় এ রূপান্তর করেছেন। বাঙালি পাঠককে কোরআনের গভীর মর্মবাণী উপলব্ধি করতে তাই বেগ পেতে না হয়

আরও পড়ুন

এতে বিভিন্ন আয়াতের ক্ষেত্রে প্রয়োজন অনুসারে টিকা বা সংক্ষিপ্ত ব্যাখ্যা দেয়া হয়েছে। যেমন, সুরা বাকারার ২০৩ নম্বর আয়াতের বাংলা অনুবাদ হয়েছে, ‘তোমরা নির্দিষ্টসংখ্যক দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো আর যদি কেউ তাড়াতাড়ি করে চলে আসে, তাতে তার কোনো পাপ নেই। এ তার জন্য যে সাবধানে চলে। তোমরা আল্লাহকে ভয় করো ও জেনে রাখো যে, তাঁর কাছে তোমাদের একত্র করা হবে।’ এখানে ‘দিনগুলোতে’ শব্দগুচ্ছের ওপর তারকাচিহ্ন দিয়ে পাদটিকায় লেখা হয়েছে. ‘মিনা অবস্থানকালে জিলহাজ মাসের ১১, ১২ ও ১৩ তারিখ।’ অর্থাৎ হজের সময় মিনায় থাকার সময়কালটি পাঠকের কাছে তাৎক্ষণিক স্পষ্ট করে দেয়া হয়েছে।

বিষয়ভিত্তিক নির্ঘণ্ট থাকায় কোনো একটি বিষয় কোন সূরার কত নম্বর আয়াতে উল্লেখ আছে, তা জানা সহজ হয়। এখানে প্রায় ৮০০টি বিষয়ের উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, মুহাম্মদ হাবিবুর রহমান কোরানশরিফ বানানটি বেছে নিয়েছেন তাঁর কাছে ‘দৃষ্টিনন্দন ও শ্রুতিমধুর’ ঠেকায়, যা তিনি ভূমিকাতে উল্লেখ করেছেন।

 কোরানশরিফ: সরল বঙ্গানুবাদ; অনুবাদ: মুহাম্মদ হাবিবুর রহমান; প্রথমা প্রকাশন, ২০২০।

আরও পড়ুন