তাঁর নাম মালেক ইবনে দিনার। থাকতেন একটি ভাড়া বাসায়। তাঁর প্রতিবেশী ছিল এক ইহুদি। মালেকের ঘরের সামনেই তাঁর ঘর। সেই ঘরের সামনে শৌচাগার তৈরি করেছিল ইহুদিটি। সে নোংরা এনে ফেলত মালেক ইবনে দিনারের দরজায়। দুর্গন্ধে সেখানে বাস করা কষ্টকর হয়ে ওঠে।
এভাবে অনেক দিন চলল।
মালেক ইবনে দিনার কারও কাছে অন্যায়ের বিচার না চেয়ে নীরবে সহ্য করে যান। একদিন প্রতিবেশী নিজেই মালেক ইবনে দিনারের কাছে এসে বলল, ‘মালেক, আমার নোংরার জন্য আপনার কষ্ট হয় না?’
তিনি উত্তর দিলেন, ‘হ্যাঁ, হয়। প্রতিদিন পরিষ্কার করি, ধুয়ে ফেলি।’
ইহুদি বলল, ‘কোনো রাগ বা ক্ষোভ দেখান না যে?’
মালেক বললেন, ‘আল্লাহর জন্য। তিনি রাগ দমনকারীকে ভালোবাসেন।’
ইহুদি বিস্মিত হয়ে বলে, ‘ইসলাম এত চমৎকার! প্রেমিক তার স্রষ্টার খুশির জন্য শত্রুর অন্যায়-অত্যাচার সহ্য করে তবু শত্রুকে রাগের বশে কোনো আঘাত-আক্রমণ না করে ধৈর্য ধরে! এবং স্রষ্টা ছাড়া কারও কাছে তা বলে না!’
ইহুদি তখনই মালেক ইবনে দিনারের কাছে ক্ষমা চান এবং ইসলাম গ্রহণ করেন।