মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মকে হাল আমলের বিশ্বের পরিপ্রেক্ষিতে আলোকপাত করার চেষ্টা থেকে রচিত হয়েছে মুহাম্মদ ফর দ্য গ্লোবাল ভিলেজ বইটি। মূল আরবি বইটির লেখক মুহাম্মদ আল-হাশিমি আল-হামিদি। ইংরেজিতে তরজমা করেছেন নাসিরউদ্দিন আল খাত্তাব। বইটিতে মোট ১৯টি অধ্যায় রয়েছে।
ভূমিকায় লেখক বলেছেন, গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম এখন একটি বাস্তবতা। আর এটি গড়ে উঠেছে দুনিয়ার বিভিন্ন জাতির মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে। এখন বিভিন্ন জাতির মধ্যে যেভাবে বন্ধন তৈরি হয়ে সেটি দৃঢ়তর হচ্ছে, মানব ইতিহাসে আগে তা কখনো দেখা যায়নি। আমরা এখন সবাই এই বৈশ্বিক গ্রামের অংশ। আর তা আমাদের ভৌগোলিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়েই। যতই আমরা এই বৈশ্বিক গ্রামকে সামনে এগিয়ে নিতে পদক্ষেপ নেই, ততোই আমরা আসলে
কোরআনের শিক্ষা ও তাৎপর্যের দিকে অগ্রসর হই। আল্লাহ্ বলেছেন: “হে মানুষ। আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি, পরে, তেমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা এক অপরের সাথে পরিচিত হতে পার। তোমাদের মধ্যে সেই আল্লাহ্র কাছে বেশি মরযাদাসম্পন্ন যে বেশি সাবধানী। আল্লাহ্ সবকিছু জানেন সব খবর রাখেন। (সুরা হুজুরাত, আয়াত: ১৩)
লেখক জানিয়েছেন, বইটি তিনি মূলত রচনা করেছেন বিশ্বের সব দেশের সরকারি ও রাজনৈতিক নীতি-নির্ধারকদের জন্য। কেননা ইসলামকে সঠিক ও সম্যকভাবে বোঝা এবং এর প্রতি আকর্ষণের রহস্য জানা এখন আর কোনো মেধার বিলাসিতা নয়, অল্প কিছু অতি উৎসাহী মানুষের একক কাজও এটি নয়।
এক সময় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী-আমলাদের ইসলাম সম্পর্কে জানার কোনো সময়ই ছিল না। অথচ এখন বিশ্বের শান্তি ও অগ্রগতির স্বার্থেই বিষয়টা সবাইকে জানতে ও বুঝতে হচ্ছে। আর এর জন্য মহানবী (সা.)-এর জীবন ও কাজ ভালোভাবে জানা এবং সেসবের তাৎপর্য উপলব্ধি করা জরুরি। বইটিতে সে বিষয়গুলোই সংক্ষেপে তুলে ধরা হয়েছে।
মুহাম্মদ ফর দ্য গ্লোবাল ভিলেজ, মুহাম্মদ আল-হাশিমি আল-হামিদি, ইংরেজি তরজমা: নাসিরউদ্দিন আল খাত্তাব, দারুস সালাম, ২০০৮, রিয়াদ