আত্মীয়তা ভাঙতে রাসুল (সা.)–এর সতর্কতা
হজরত আবু হুরায়রা (রা.)-এর বরাতে এই হাদিসের বর্ণনা আছে।
তিনি বলেছেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ সকল কিছুকে সৃষ্টি করলেন। এরপর যখন তিনি সৃষ্টির কাজ শেষ করলেন, তখন আত্মীয়তার সম্পর্ক উঠে বলল, ‘(আমার এই দাঁড়ানোটা) আপনার কাছে বিচ্ছিন্নতা থেকে আশ্রয়প্রার্থীর উঠে দাঁড়ানো।’
তিনি (আল্লাহ) বললেন, ‘হ্যাঁ, তুমি কি এতে সন্তুষ্ট নও যে, তোমার সঙ্গে যে সুসম্পর্ক রাখবে, আমিও তার সঙ্গে সুসম্পর্ক রাখব। আর যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, আমিও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব।’
সে (রক্তের সম্পর্ক) বলল, ‘অবশ্যই।’
আল্লাহ বললেন, ‘তাহলে তোমাকে এই মর্যাদা দেওয়া হলো।’
এর পর রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘তোমরা চাইলে (সুরা মুহাম্মদের ২২-২৩ আয়াত পড়ে নাও) ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে। এরাই তারা, যাদের আল্লাহ অভিসম্পাত দেন বধির ও অন্ধ করে দেন।’ (সুরা মুহাম্মদ, আয়াত: ২২-২৩; বুখারি, হাদিস: ৪,৮৩০)