পাঁচ ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা
দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। ফরজের পাশাপাশি প্রত্যেক ওয়াক্তেই ওয়াজিব, সুন্নত ও নফল নামাজ রয়েছে। নামাজের রাকাত নিয়ে কিছু ভিন্ন ভিন্ন মতামত আছে। ন্যূনতম যা পড়া দরকার, তা তুলে ধরা হলো:
ফজরের নামাজে প্রথমে দুই রাকাত সুন্নত এবং পরে দুই রাকাত ফরজ।
জোহরের নামাজ প্রথমে চার রাকাত সুন্নত। তারপর চার রাকাত ফরজ। তারপরে আবার দুই রাকাত সুন্নত। এই ১০ রাকাত পড়া উত্তম। কেউ কেউ দুই রাকাত নফল নামাজ পড়েন। এ হিসাবে জোহরের নামাজ ১২ রাকাত আদায় করা হয়।
আসরের নামাজ চার রাকাত পড়া ফরজ। কেউ কেউ ফরজের আগে চার রাকাত সুন্নত নামাজ পড়েন।
মাগরিবের নামাজ প্রথম তিন রাকাত ফরজ। তারপর দুই রাকাত সুন্নত। কেউ কেউ সুন্নতের পর দুই রাকাত নফল পড়েন।
এশার নামাজে চার রাকাত ফরজ। তারপর দুই রাকাত সুন্নত। অতঃপর তিন রাকাত বিতর। বিতর পড়া ওয়াজিব। অনেকে ফরজের পূর্বে চার রাকাত সুন্নত এবং বিতরের নামাজের পর দুই রাকাত নফল নামাজ পড়েন।