রমজানে কেন কোরআন নাজিল হয়েছে

রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কথা কোরআনেই বিবৃত হয়েছে (সুরা বাকারা, আয়াত: ১৮৭)। কিন্তু কেন রমজানকে কোরআন নাজিলের জন্য বেছে নেওয়া হলো, তার প্রকৃত কারণ আল্লাহ ছাড়া আর কে জানবেন? তবে কোরআনের বিভিন্ন আয়াত, হাদিসের ভাষ্য এবং সময়ের সাক্ষ্য থেকে বোঝা যায় বিশেষত তিনটি কারণে রমজানে কোরআন নাজিল করা হয়েছে।

 ১. রমজান আসমানি গ্রন্থ নাজিলের মাস

রমজানে আসমানি গ্রন্থ নাজিল করা আল্লাহ তায়ালার সাধারণ একটি রীতি এবং সে-অনুসারে রমজানেই পূর্বেকার আসমানি গ্রন্থ নাজিল করেছেন। কোরআন নাজিল সেই রীতির একটি ধারাবাহিকতা। যেমন: রাসুল (সা.) বলেন, রমজান মাসের প্রথম দিন ইবরাহিম (আ.) সহিফা লাভ করেন, ৬ তারিখে মুসা (আ.)-এর কাছে ‘তাওরাত’ নাজিল হয়। দাউদ (আ.)-এর কাছে জাবুর নাজিল হয় এই মাসের ১২ তারিখে, আর ঈসা (আ.) ‘ইঞ্জিল’ প্রাপ্ত হন এবং কোরআন নাজিল হয় রমজানের ২৪ তারিখে। (তাবারানি, হাদিস: ১৮৫; তাফসিরে তাবারি, ২৪/৩৭৭)

আরও পড়ুন

২. রমজান ও কোরআনের অভিন্ন উদ্দেশ্য

 রমজান ও কোরআন উভয়ের উদ্দেশ্য এক, তা হলো তাকওয়া অর্জন। কোরআনে এসেছে, ‘তোমাদের ওপর রোজা ফরজ করা হলো, যাতে তোমরা মুত্তাকি হতে পার।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৩)

 আবার কোরআন যদিও সমগ্র মানবজাতির জন্য, তবে প্রকৃত উপকার পাবে শুধু মুত্তাকিরা। আল্লাহ তাআলা বলেন, ‘এটি আল্লাহর কিতাব। এতে কোনও সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হিদায়াত।’ (সুরা বাকারা, আয়াত: ২)

 ৩. কোরআন সংরক্ষণ

 রমজান মাস হলো কোরআন সংরক্ষণের মাস। যদিও কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহর হাতে। যেমন তিনি বলেছেন, আমি এ উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমিই এর সংরক্ষক (সুরা হিজর, আয়াত: ৯)। কিন্তু মানুষ পৃথিবীতে তার প্রতিনিধি এবং মানুষের জন্য তিনি দিয়েছেন রমজান ও কোরআন। রাসুলের (সা.) জীবন থেকে দেখি রমজান মাসকে তিনি কোরআন অনুশীলনের জন্য বিশেষভাবে বেছে নিয়েছেন এবং তার সাহাবি ও পরবর্তী অনুসারীরাও করেছেন। কোরআনে সেই সকল মহান ব্যক্তিদের উল্লেখ করে বলা হয়েছে, ‘এটা সংরক্ষণ ও পাঠ করার দায়িত্ব আমার। যখন আমি তা পাঠ করি, তখন তুমি সে পাঠের অনুসরণ কর। আর তা ব্যাখ্যা করার দায়িত্ব আমারই। (সুরা কিয়ামাহ, আয়াত: ১৭-১৮)

 পাশাপাশি তিনি রমজানে রোজা ফরজ করে তার সঙ্গে তারাবি’র মতো এমন একটি ইবাদত জুড়ে দিয়েছেন, যা বর্তমান বাস্তবতায় হাফেজদের কোরআন চর্চার জন্য এক সুবর্ণ সুযোগ। এভাবে বিশ্বজুড়ে হাফেজদের ঐক্যবদ্ধ অনুশীলন প্রমাণ করে রমজান ছাড়া তাদের জন্য কোরআন হেফাজত করা যারপরনাই কষ্টসাধ্য হয়ে পড়ত।

আরও পড়ুন