মুগ্ধতায় শুদ্ধতা
নবম হিজরির কথা৷ মক্কা বিজয় হয়নি তখনো। মক্কায় ইসলামের অনুসারীও তুলনামূলক কম। রাসুলুল্লাহ (সা.) নাজদে অশ্বারোহী বাহিনী পাঠালেন। তারা বনু হানিফা গোত্রের একজনকে বন্দী করে নিয়ে এল৷ নাম তার সুমামা ইবনে উসাল। প্রতিনিধি দলের মর্যাদায় রাখা হলো না তাকে৷ মসজিদের খুঁটির সঙ্গে বাঁধা হলো। রাসুলুল্লাহ (সা.) বেরিয়ে এলেন। তাকে দেখে বললেন, ‘তোমার মনের কথা কী?’ সে উত্তর দিল, ‘আমার মনোভাব উত্তম। আপনি আমাকে হত্যা করলে একজন দামি রক্তধারী (গোত্রপতি)-কে হত্যা করবে; অনুগ্রহ দেখালে একজন কৃতজ্ঞের প্রতি অনুগ্রহ হবে; আর সম্পদ কাম্য হলে আপনার যা চাহিদা করতে পারেন।’
তার জবাব শুনে রাসুলুল্লাহ (সা.) চুপ রইলেন। পরের দিন পর্যন্ত ব্যাপারটি স্থগিত রাখলেন। পরদিন আবার একই কথা বললেন রাসুলুল্লাহ (সা.)। সে উত্তর দিল, ‘আমার কথা সেই একই, যা আপনাকে বলেছি। আপনি অনুগ্রহ করলে, তা হবে একজন কৃতজ্ঞের প্রতি অনুগ্রহ।’ তাকে একই অবস্থায় রেখে দেওয়া হলো৷ তৃতীয় দিন রাসুলুল্লাহ (সা.) আবার বেরোলেন। তার কাছে এসে বললেন, ‘সুমামা! তোমার মনের ভাব কী?’ সে বলল, ‘কথা তা-ই, যা আপনাকে আগেই বলেছি।’ রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের বললেন, ‘তোমরা একে মুক্ত করে দাও।’
মুক্ত হলো সুমামা। দেরি না করে সোজা চলে গেল মসজিদের কাছে। পাশেই খেজুর বাগান। সেখানেই গোসল সেরে নিল। এরপর মসজিদে ঢুকল। সজোরে সবার সামনে বলে উঠল, ‘আমি সাক্ষ্য দিচ্ছি, এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল।’ এরপর বলল, ‘হে মুহাম্মদ! আল্লাহর কসম, এ পৃথিবীর বুকে এর আগে আপনার চেহারার চেয়ে অধিক অপছন্দনীয় আর কোনো চেহারা আমার কাছে ছিল না; এখন আপনার চেহারা আমার কাছে সর্বাধিক প্রিয় চেহারা। আল্লাহর কসম, এর আগে আমার কাছে আপনার ধর্মের চেয়ে অধিক অপছন্দনীয় আর কোনো ধর্ম ছিল না; এখন আপনার ধর্ম আমার সর্বাধিক প্রিয় ধর্মে পরিণত হয়েছে। আল্লাহর কসম! আপনার শহরের চেয়ে অধিক অপ্রিয় কোনো শহর আমার কাছে ছিল না; এখন আপনার শহর আমার কাছে সর্বাধিক প্রিয় শহর। আপনার অশ্বারোহী বাহিনী আমাকে বন্দী করে এনেছে; অথচ ওমরাহ পালনের নিয়তে আমি বেরিয়েছিলাম। এখন আপনার মত কী?’ রাসুলুল্লাহ (সা.) তাকে সুসংবাদ দিলেন। ওমরাহ পালনে যেতে বললেন৷
সুমামা (রা.) মক্কায় পৌঁছাল। লোকেরা তাকে ঘিরে ধরল। তিরস্কার করতে লাগল, ‘তুমি নাকি ধর্মান্তরিত হয়ে এসেছ?’ সে বলল, ‘না, আমি তো মুহাম্মদ (সা.)-এর হাতে ইসলাম গ্রহণ করেছি।’ সে তাদের হুমকি দিল, ‘আল্লাহর কসম! রাসুলুল্লাহ (সা.)-এর অনুমতি ছাড়া ইয়ামামা থেকে রসদ হিসেবে তোমাদের জন্য গমের একটি দানাও আসবে না।’
সূত্র: আল-বিদায়া ওয়ান নিহায়া: ৫/৯৯-১০০