জীবনযাপন করতে হবে যেন ভ্রমণে এসেছি
আবদুল্লাহ ইবনে উমর (রা.) ছিলেন নবীজির অনেক পছন্দের। তিনি উমর ইবনুল খাত্তাব (রা.)–র ছেলে ছিলেন।
জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি পাঠ দেওয়ার আগে নবীজি প্রথমে তাঁর কাঁধে হাত রেখে প্রকাশ করেন নিজের দরদ। কেউ কারও কাঁধে হাত রেখে কথা বললে মুহূর্তে মনোযোগ বেড়ে যায়। যিনি শোনেন তিনি বুঝতে পারেন, নিশ্চয়ই জরুরি কিছু বলা হবে। যাঁকে বলা হয়, তাঁর প্রতি দরদ প্রকাশ পায়।
ইবনে উমর (রা.) বলেছেন, ‘রাসুলুল্লাহ (সা.) আমার কাঁধ ধরে বললেন, দুনিয়াতে অপরিচিত বা ভ্রমণকারী মুসাফিরের মতো হয়ে যাও।’
ইবনে উমর (রা.) বলতেন, সন্ধ্যা হয়ে এলে সকালের অপেক্ষা কোরো না। সকালে হলে সন্ধ্যার অপেক্ষা কোরো না। অসুস্থতার জন্য সুস্থতাকে কাজে লাগাও, আর মৃত্যুর জন্য জীবিত অবস্থা থেকে (পাথেয়) সংগ্রহ করে নাও।
বুখারি, হাদিস: ৬,৪১৬