২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

যেসব নির্মাণ হচ্ছে, সেটা হঠাৎ ভেঙে পড়ছে: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

সরকারের উন্নয়ন ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরের কাছে নির্মাণাধীন বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার পড়ে যাওয়ার ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেছেন, ‘জনগণের টাকা নিয়ে যেসব নির্মাণ করা হচ্ছে, সেটা হঠাৎ ভেঙে পড়ছে। তার মানে কী হচ্ছে?’

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল রচিত ‘কুপি বাতির গণতন্ত্র’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা বারবার বলছি, এই মেগা প্রজেক্ট দিয়ে উন্নয়নের ধুয়া তুলে দেশটাকে ফোকলা করা হচ্ছে। আপনি (জনগণ) চাল কিনতে যাবেন, লবণ কিনতে যাবেন, ভ্যাট দিয়ে দিয়ে সবকিছু নিতে হবে। গোটা বাংলাদেশে এভাবে উন্নয়ন হচ্ছে। এই উন্নয়ন মানে হচ্ছে জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করা।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মোয়াজ্জেম হোসেন আলাল কারাগারে থাকাকালে বইটি লিখেছেন। এখানে রাষ্ট্রব্যবস্থা, সরকারব্যবস্থা থেকে শুরু করে জেল, জুলুম ও নির্যাতনের অনেক ঘটনা উঠে এসেছে। এ ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগ কীভাবে নির্বাচনব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে, সে চিত্রও তুলে ধরেছে।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন কমিশন থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠান দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শুধু বিএনপিকে ‘লীগ’ বানাতে পারেনি। কিন্তু অনেক চেষ্টা করেছে।

বইটির নামকরণের ব্যাখ্যা দিয়ে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আজকে স্বাধীনতার ৫০ বছরে এসে নির্বাচন নির্বাসনে চলে গেছে। আজকে এলইডি বাতির সময়ে নির্বাচনের নামে যে ভোট ডাকাতি, তা আমরা চাই না। তাই গণতন্ত্র ফিরিয়ে আনতে কুপি বাতির আলো দিয়ে শুরু করতে হবে।’

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।