২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মুহিতের মৃত্যুতে বিজ্ঞ-ভদ্র মানুষকে হারালাম: তথ্যমন্ত্রী

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার দুপুরে সদ্য প্রয়াত আবুল মাল আবদুল মুহিতের কফিনে পুষ্পস্তবক অর্পণের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ছবি: সংগৃহীত

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, এই রাজনীতিকের মৃত্যুতে অর্থনীতিতে অনন্য অবদান রাখা একজন প্রাজ্ঞ, বিজ্ঞ ও ভদ্র মানুষকে হারিয়েছে দেশ।

আজ শনিবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সদ্য প্রয়াত এ রাজনীতিকের কফিনে পুষ্পস্তবক অর্পণের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
আবুল মাল আবদুল মুহিতের কাছে ভদ্রতাসহ অনেক কিছু শেখার ছিল উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘কনিষ্ঠ ও অনুজদের মুহিত ভাই যেভাবে আপন করে নিতেন, তা ছিল অভাবনীয়। তাঁর মৃত্যু আমাদের দেশ ও দলের জন্য অপূরণীয় ক্ষতি।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যে আজকে স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। সব প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ যে আজকে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বোতভাবে সহায়তা করেছেন।’

সাবেক অর্থমন্ত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করে হাছান মাহমুদ বলেন, ‘আবুল মাল আবদুল মুহিতের মাধ্যমে দেশে মোট ১২টি বাজেট পেশ হয়েছে, যার মধ্যে আওয়ামী লীগ সরকারের ১০টি বাজেট দিয়েছেন।’

আবুল মাল আবদুল মুহিত গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।