বাংলাদেশের গণতন্ত্র কবরে শায়িত: জাফরুল্লাহ চৌধুরী
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশের গণতন্ত্র কবরে শায়িত। গণতন্ত্রকে কবর থেকে ওঠাতে হলে একটামাত্র পথ আছে, আমাদের সবাইকে সম্মিলিতভাবে রাস্তায় নামতে হবে।’
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে সাংবাদিক রুহুল আমিন গাজী মুক্তি পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে এ কথা বলেন তিনি।
বিএনপির উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সম্মিলিতভাবে প্রতিবাদ করতে না পারলে সবচেয়ে বড় বিপদ হবে বিএনপির। বিএনপিও আন্দোলন করে না, আমরাও আন্দোলন করি না। যেখানে ইয়াবা ব্যবসায়ীরাও সবাই জামিন পান, সেখানে খালেদা জিয়ার জামিন হয় না, সম্পাদক আবুল আসাদের জামিন হয় না, এর চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা আর কী হতে পারে।’
জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বন্ধুদের চেনেন না। একটা সরকারের সবচেয়ে বড় বন্ধু হচ্ছেন সাংবাদিকেরা, যাঁরা বিভিন্ন বিষয়ে তথ্য তুলে ধরেন। সাংবাদিকদের আপনি যত বেশি কথা বলতে দেবেন, বেশি তথ্য পাবেন। তাতে আপনি লাভবান হবেন।’