গয়েশ্বর চন্দ্র রায়কে ভারতে যেতে বাধা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ভারতে যেতে দেওয়া হয়নি।
গতকাল শনিবার বিকেলে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে গয়েশ্বর চন্দ্র রায়ের ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে ফেরত পাঠায় ইমিগ্রেশন (অভিবাসন) পুলিশ।
পরে রাতে গয়েশ্বর চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগত সফরে দুই দিনের জন্য ভারতে যেতে চেয়েছিলাম, সরকারের বাধার কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একই ফ্লাইটে অন্য একটি কাজে ভারতে যাওয়ার কথা ছিল দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর। তাঁকেও যেতে দেওয়া হয়নি।