আওয়ামী লীগের নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ছিলেন আপাদমস্তক রাজনীতিবিদ। তিনি দলীয় নেতা–কর্মীদের সুখ-দুঃখে পাশে থাকতেন। দায়িত্বশীলতার সঙ্গে আওয়ামী লীগ ও ১৪–দলীয় জোটে নেত্বত্ব দিয়েছিলেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় এসব কথা বলেন আওয়ামী লীগ নেতারা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করে সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি। গত বছরের ১৩ জুন করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান মোহাম্মদ নাসিম।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম। তিনি ছিলেন কর্মিবান্ধব। দল ও দেশের জন্য তিনি সারা দেশে ছুটে বেড়াতেন। ১৪–দলীয় জোট শুধু মোর্চা নয়, এই জোটকে তিনি ইনস্টিটিউশনে পরিণত করেছিলেন।
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক বলেন, চারদলীয় জোট সরকারের বিরুদ্ধে মোহাম্মদ নাসিম ছিলেন সম্মুখসারির যোদ্ধা। তিনি কর্মীদের আগলে ধরে থাকতেন। তাঁর কথা সব সময় মনে থাকবে।
স্মরণসভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মোহাম্মদ নাসিমের ছেলে ও সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল, সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত প্রমুখ বক্তব্য দেন।