এই সরকার ভেল্টিলেশনে আছে: গয়েশ্বর রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, করোনায় আক্রান্ত হয়ে এই সরকার ভেন্টিলেশনে আছে। তিনি বলেন, ‘এই ভেন্টিলেশনটা খুইলা গেলে সরকারটা নাই। ওরা আতঙ্কে আছে। ওদের হারাবার যন্ত্রণা সারাক্ষণ, ওদের প্রাপ্তির কোনো বিষয় নাই।’
আজ বুধবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলায় করোনা হেল্প সেন্টার স্থাপন ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় এই মন্তব্য করেন।
করোনার টিকা সংগ্রহে সরকারের ব্যর্থতার সমালোচনা করে গয়েশ্বর বলেন, গত ১২ বছরে এই আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা যে টাকা লুটপাট করেছেন, তার এক শ ভাগের পাঁচ ভাগ টাকা খরচ করলে এই টিকার সমস্যা হয় না, মানুষকে না খেয়ে থাকতে হয় না।
সরকারের দুই মন্ত্রীর নাম উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘তাঁরা প্রতিদিন টেলিভিশনের ছোট বাক্সের মধ্যে নানা কথা বলে খুব আত্মতৃপ্তি পায়। বিশেষ করে তথ্যমন্ত্রী তো তথ্যের ভান্ডার। ভবিষ্যতে তাঁকে যদি পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক সরকারের ষড়যন্ত্রের দুর্নীতির অনেক তথ্য পাওয়া যাবে। দোয়া করি, তিনি বেঁচে থাকুন, বাংলাদেশের জন্য ওনার প্রয়োজন হবে। আর ওবায়দুল কাদের যেটা বলেন, এটা পুঁথিপাঠের মতো।’
গণমাধ্যমের বর্তমান ভূমিকার সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সত্য কথা না লিখলে, না বললে একটা সময় আসবে, এই সরকারের তোষণ করতে করতে এই মিডিয়া কিন্তু জনগণ দেখবে না, পত্রিকা পড়বে না।
এ প্রসঙ্গে চিত্রনায়িকা পরীমনির কথা উল্লেখ করে গয়েশ্বর বলেন, এগুলো পাবলিকের সাবজেক্ট নয়। তিনি বলেন, ‘আমাদের মিডিয়া-পত্রিকা বড় বড় বিষয় থুইয়া কখনো পরীমনি, কখনো খুকুমণি—এসব লইয়া বাজার মাত করে। এগুলো তো পাবলিকের সাবজেক্ট না। এগুলো রাজায় রাজায় দ্বন্দ্ব, ভৃত্যে ভৃত্যে দ্বন্দ্ব। তাদের দ্বন্দ্বের ফাঁক দিয়া পরীমনিরা বের হয়ে যায় মাঝেমধ্যে। কিন্তু ওইটা আমার পেটের খোরাক দেবে না, আমার রাজনীতির খোরাকও দেবে না।’
অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, করোনায় আক্রান্ত রোগীরা আধুনিক চিকিৎসা পাচ্ছেন না। কিছু বেসরকারি হাসপাতালে আধুনিক চিকিৎসাসেবা থাকলেও সরকারি হাসপাতালে চিকিৎসা নেই। মফস্বলের অবস্থা আরও ভয়াবহ। না আছে ওষুধ, না আছেন চিকিৎসক। আজ মানুষের জীবন-জীবিকাকে বিপন্ন করে দিয়েছে সরকার।
দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাদ্দেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন মাস্টার প্রমুখ।

গয়েশ্বর চন্দ্র রায়
ফাইল ছবি