চট্টগ্রামে বিএনপির আজকের সমাবেশ স্থগিত
চট্টগ্রামে আজ সোমবার বিএনপির সমাবেশ স্থগিত করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ বিকেলে নগরের কাজীর দেউড়ি নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ শিগগিরই জানানো হবে।’
চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এই সমাবেশের ডাক দিয়েছিল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি গত বুধবার তিন দিনের কর্মসূচি ঘোষণা করে। প্রথম দিনে শনিবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ হয়। এরপর ১ ও ৩ জুলাই সারা দেশের সব মহানগর ও জেলা শহরে সমাবেশ হবে। এই কর্মসূচির অংশ হিসেবেই আজ চট্টগ্রামে সমাবেশ হওয়ার কথা ছিল।