বিভ্রান্তিকর বক্তব্য ছুড়ে পতিত ফ্যাসিস্টকে সহযোগিতা করা হচ্ছে: বাংলাদেশ জাসদ

দেশের বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। তিনি বলেন, বিভ্রান্তিকর বক্তব্য ছুড়ে পতিত ফ্যাসিস্টকেই সহযোগিতা করা হচ্ছে।

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে কথাগুলো বলেন নাজমুল হক প্রধান। ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারীর প্রতি সহিংসতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদ এবং দ্রুত খুনি–লুটেরাদের বিচার ও নির্বাচনের’ দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রয়োজন; কিন্তু বিভ্রান্তিকর বক্তব্য ছুড়ে দিয়ে যাঁরা রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করছেন, তাঁরা মূলত পতিত ফ্যাসিস্টকেই সহযোগিতা করছেন। নির্বাচনের মাধ্যমে দেশকে গণতন্ত্রের রাস্তায় উত্তরণের পথকে বাধাগ্রস্ত করছেন।

নাজমুল হক প্রধান বলেন, মানুষকে বাজারভীতিতে পেয়ে বসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ। নারীর প্রতি সহিংসতা চরমে পৌঁছেছে। ‘মব জাস্টিসের’ নামে লুটপাট হচ্ছে। লুটেরা–খুনিদের বিচার এখন সময়ের দাবি। ন্যায় প্রতিষ্ঠার জন্য জরুরি।

সমাবেশে জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন বলেন, আন্দোলনের চেতনাকে ধারণ করতে না পারলে ভবিষ্যতে মানুষ রাজনীতি থেকে দূরে সরে যাবে। নারীরা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। আজ তাঁদের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের পাঁয়তারা চলছে।

সমাবেশ শেষে বাংলাদেশ জাসদ একটি মিছিল নিয়ে রাজধানীর পল্টন এলাকা প্রদক্ষিণ করে। পরে মিছিলটি দলের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আব্দুস সালাম খোকনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য আবদুল কাদের হাওলাদার, করিম সিকদার, রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মোকসেদুর রহমান প্রমুখ।