ফুটপাতে গণ–অবস্থান করার অনুমতি পেল বিএনপি

বিএনপির দলীয় লোগো

সড়ক অবরোধ ও জনদুর্ভোগ সৃষ্টি না করার শর্তে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে গণ–অবস্থান কর্মসূচির অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি এর আগে বিএনপির বিএনপি ভাইস-চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং আইনবিষয়ক সম্পাদক কায়সার কামালের সঙ্গে বৈঠক করেন।

অন্যদিকে বিএনপির নেতারাও অনুমতি দেওয়ার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। তাঁরা জানান, আগামীকাল (বুধবার) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিএনপির নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গণ–অবস্থান কর্মসূচির বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, আগামীকাল (বুধবার) কতিপয় রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। আমরা তাদের অনুরোধ করছি, কাল যেহেতু অফিস-আদালত খোলা, তাই লাখ লাখ মানুষ কর্মস্থলে যাতায়াত করবে। এ কারণে কোনো ধরনের অবরোধ, যান চলাচল বন্ধ এবং জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো ধরনের কর্মসূচি পালন করা যাবে না। তবে যানচলাচল স্বাভাবিক রেখে, জনদুর্ভোগ সৃষ্টি না করে কর্মসূচি পালন করতে পারবে। তাদের নিরাপত্তাসহ সব ধরনের সহযোগিতা পুলিশের পক্ষ থেকে দেওয়া হবে বলে জানান তিনি।

অনুমতির বিষয়ে খন্দকার গোলাম ফারুক বলেন, অনেকগুলো রাজনৈতিক দল অনুমতি চেয়েছে। যারা অনুমতি চেয়েছে, তাদের বলা হয়েছে ফুটপাতে বসে অবস্থান কর্মসূচি পালন করতে। কোনো ধরনের দুর্ভোগ সৃষ্টি করা যাবে না। স্থান নির্ধারণ করে দেওয়ার বিষয়ে তিনি বলেন, যে রাজনৈতিক দল যেখানে অবস্থানের অনুমতি চেয়েছে, সেখানেই ফুটপাতে অবস্থান কর্মসূচি পালন করবে। তবে রাস্তায় এসে কেউ জনদুর্ভোগ সৃষ্টি করলে এর দায়দায়িত্ব সংশ্লিষ্টদের নিতে হবে।

সন্ধ্যা সোয়া ৭টার দিকে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি ভাইস-চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, নয়াপল্টনে কার্যালয়ের সামনে অবস্থানের বিষয়ে ডিএমপি কমিশনার  অনুমতি দিয়েছে। তবে শর্তের কোনো বিষয় নেই।

জাহিদ হোসেন আরও বলেন, অবস্থান কর্মসূচিতে তারা ফুটপাত ধরে সড়ক বিভাজক পর্যন্ত, সড়কের একটি অংশ অবস্থান নেবেন। বেলা দুইটায় কর্মসূচি শেষ করা হবে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, গণমিছিলের মতো যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি গণ-অবস্থানও জোরালোভাবে করতে চাচ্ছে বিএনপি। তাই আগামীকাল রাজধানী ঢাকাসহ সব বিভাগে এই গণ-অবস্থান হবে। এতে বড় জমায়েত নিশ্চিত করতে সাংগঠনিক নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।

বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবি এবং রাষ্ট্র মেরামতের ২৭ দফা নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করেছে বিএনপি। গণমিছিলের পর দ্বিতীয় কর্মসূচি হিসেবে আগামীকাল ঢাকাসহ ১০টি বিভাগীয় (সাংগঠনিক বিভাগসহ) সদরে এই গণ-অবস্থান কর্মসূচি দেওয়া হয়েছে। সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটও আলাদাভাবে এই কর্মসূচি একযোগে পালন করবে বলে জানিয়েছে।