গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

সমাবেশ শেষে নেতা–কর্মীরা একটি মিছিল বের করেনছবি: ছাত্র ফ্রন্টের সৌজন্যে

যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় নৃশংস হামলার ঘটনায় জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্যপদ বাতিলের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একই সঙ্গে সংগঠনটি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

আজ শনিবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে নেতা–কর্মীরা এ কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি সুস্মিতা মরিয়ম, সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমেদ শুভ, দপ্তর সম্পাদক অনিক কুমার দাস, অর্থ সম্পাদক সুলতানা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুন অর রশিদ। সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন।

সমাবেশে নেতারা বলেন, ইসরায়েল ৪২ দিনের মাথায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে আবারও গাজায় নৃশংস হামলা চালায়। এতে ২০০ শতাধিক শিশুসহ হাজারো মানুষ প্রাণ হারান। হামলায় গাজার ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ধ্বংস হয়ে গেছে। পানি ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে আছে। এমনকি গাজায় ত্রাণ কার্যক্রম প্রায় বন্ধ। সেখানকার মানুষ খাবার ও চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে।

এ অবস্থায় জাতিসংঘের নিশ্চুপ থাকা এই হত্যা-হামলাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে বলে মনে করছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা–কর্মীরা। সমাবেশে জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্যপদ বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা।

এ সময় সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের মদদে এই যুদ্ধ পরিচালিত হচ্ছে, এমন অভিযোগ করেন নেতা–কর্মীরা। তাঁরা বলেন, যুদ্ধবাজ যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। ট্রাম্প গাজা খালি করে যুক্তরাষ্ট্রের হাতে দিতে বলেছেন। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করে ট্রাম্প হামলার নীলনকশা করেন। এর ফলে গাজায় নতুন করে ধারাবাহিক হামলা শুরু হয়েছে।

সমাবেশ শেষে নেতা–কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি প্রেসক্লাব, পল্টন ঘুরে তোপখানা রোড হয়ে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।