আজিজের ভাইদের এনআইডি জালিয়াতির তদন্ত শেষ হতে আরও সময় লাগবে: ইসি সচিব

‘মিথ্যা তথ্য’ দিয়ে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র নেওয়ার অভিযোগের ব্যাপারে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পেতে আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। আজ বুধবার কয়েকটি পৌরসভার ভোট গ্রহণ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম।

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফ নিজের ও মা–বাবার নাম বদলে এনআইডি নিয়েছেন। তোফায়েল নিয়েছেন দুটি এনআইডি। একটি তানভীর আহমেদ তানজীল নামে, আরেকটি আসল নামে। হারিছ আহমেদ এনআইডি নেন মোহাম্মদ হাসান নামে। সাবেক সেনাপ্রধানের ভাইদের অসত্য তথ্য দিয়ে এনআইডি সংগ্রহের বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়।

নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম বলেন, ‘তদন্ত কমিটি আরও সময় চেয়েছে। আমরা নির্ভুলভাবে বিস্তারিত তদন্ত করতে চাই। কোনো ফাঁকফোকর যাতে না থাকে। তদন্ত কমিটির ওপর আস্থা আছে, তারা কাজ করছে। আরও একটু অপেক্ষা করতে হবে। কমিটি অন্তত আরও দুই সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে।’

শফিউল আজিম বলেন, তদন্তে বিস্তারিত উঠে আসবে। ভোটার হওয়া থেকে এ পর্যন্ত সব ডকুমেন্ট জোগাড় করা, পরীক্ষা করা, যাচাই করা হচ্ছে। বৈজ্ঞানিকভাবে যাতে খুঁত না থাকে। কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়। তদন্তে প্রমাণিত হবে। বিন্দুমাত্র সংশ্লিষ্টতা থাকলে তাঁর আইন অনুযায়ী শাস্তি হবে।


বঙ্গবন্ধুর খুনির পরিবারের এনআইডি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পলাতক আসামি রিসালদার মোসলেম উদ্দিনের সন্তানেরা কীভাবে জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) তাঁদের বাবার নাম পাল্টিয়েছেন, সে বিষয়ে মে মাসে তদন্ত শুরু হয়েছে।

ইসি সচিব শফিউল আজিম বলেন, ‘বঙ্গবন্ধুর এ খুনি বিভিন্ন নামে আত্মগোপনে ছিলেন, বিভিন্ন নাম ধারণ করেছেন। ইসির তদন্তে বেরিয়ে এসেছে। আমরা চাচ্ছি, কোন কোন নামে কোথায় কোথায় ছিলেন, তাঁর আত্মীয়স্বজনেরা কোথায় কোথায় ব্যবহার করেছেন। সব তথ্য নিয়ে আসার প্রক্রিয়া চলমান। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা তদন্ত করছি।’

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবার বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মোসলেম উদ্দিনসহ এখনো পলাতক পাঁচজন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, মোসলেম উদ্দিনের ছয় ছেলে-মেয়ে তাঁদের জাতীয় পরিচয়পত্রে বাবার নাম পরিবর্তন করে মো. রফিকুল ইসলাম খান বানিয়ে নিয়েছেন।

ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে মোসলেম উদ্দিনের তিন ছেলে-মেয়ের পাসপোর্ট এবং এক ছেলের ড্রাইভিং লাইসেন্সেও তাঁদের বাবার নাম মো. রফিকুল ইসলাম খান অন্তর্ভুক্ত করেছেন। এ অবস্থায় মোসলেমের সন্তানদের এনআইডি, পাসপোর্ট ও অন্যান্য ডেটাবেজে তাঁদের পিতার নাম বদলে নেওয়ার বিষয়টি রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ।

ভোটার উপস্থিতি বেড়েছে

আজ কয়েকটি পৌরসভায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে বলে জানান ইসি সচিব। নারায়ণগঞ্জের কাঞ্চনে ৭২ শতাংশ, বরিশালের গৌরনদীতে ৪২ দশমিক ২৩ শতাংশ, রাজবাড়ীর পাংশায় ৩৫ দশমিক ২৪ শতাংশ, জামালপুরের মেলান্দহে ৬৯ দশমিক ৬৩ শতাংশ ভোট পড়েছে। ইভিএমের প্রতি আস্থা বাড়ায় ভোটার উপস্থিতি বাড়ছে বলে জানান সচিব।