‘জাতীয় পার্টি কি আপনাদের খেদমতগার’
আওয়ামী লীগের দুজন সংসদ সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে কটাক্ষ করে যে বক্তব্য দিয়েছেন, এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক। তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জি এম কাদেরের বক্তব্য এক হতে পারবে না কেন? জাতীয় পার্টি কি আপনাদের (সরকার) খেদমতগার?
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মুজিবুল হক এসব কথা বলেন।
এর আগে ১১ জুন সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য শফিকুর রহমান ও মোস্তাফিজুর রহমান জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা জি এম কাদেরের কঠোর সমালোচনা করে বক্তব্য দেন।
জি এম কাদের সরকারের কাছ থেকে কোনো সুবিধা নিয়ে থাকলে তার তালিকা প্রকাশের দাবি জানিয়ে মুজিবুল হক বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সরকারের কাছ থেকে কী কী সুবিধা নিয়েছেন যে সরকারের সমালোচনা করতে পারবেন না? তিনি বলেন, জি এম কাদের যদি বলে থাকেন বাংলাদেশ নীরবে শ্রীলঙ্কা হয়ে গেছে, তাহলে সরকারি দলের উচিত তথ্য দিয়ে প্রমাণ করা যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়নি।
১৯৯৬ সালে আওয়ামী লীগের সরকার গঠন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগকে সহায়তা দেওয়ার কথা উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলেন, ‘আমরা কি তিনবার, চারবার আওয়ামী লীগকে ক্ষমতায় আসার জন্য সাহায্য করি নাই? তাহলে এত কথা বলেন কেন? কী সুযোগ-সুবিধা আমরা নিলাম?’
মুজিবুল হক বলেন, ‘এই সংসদে বারবার বিএনপির নাম বলে তাদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করা হয়েছে। বিরোধী দল জাতীয় পার্টি। আপনারা আমাদের সমালোচনা করেন। আমাদের বিরুদ্ধে বলেন সমস্যা নেই। আমরা সরকারের বিরুদ্ধে বলব, কারণ আমরা জনগণের পক্ষে কথা বলি। কিন্তু আপনারা চান আমরা আপনাদের খয়ের খা হয়ে থাকব। সাড়ে তিন শ এমপির মধ্যে তিন শর ওপরে আপনারা। আপনাদের ভালো কাজের কথা আপনারা বলেন। মানা করছে কে? কিন্তু আপনারা কেন আশা করেন আমরা আপনাদের পক্ষে কথা বলব?’
‘আমি কি ডরাই, সখি, ভিখারী রাঘবে’
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার, সবাইকে সঙ্গে নিয়ে সে উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি কি পারেন না বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে?’
মুজিবুল হক বক্তব্য দেওয়ার সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ কক্ষে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘একটা ভালো পরিবেশ সৃষ্টি করে নির্বাচনের ব্যবস্থা করে আপনি কি বলতে পারেন না—যারা ভয় দেখায় তাদের বলতে, “আমি কি ডরাই, সখি, ভিখারী রাঘবে”।’
প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে মুজিবুল হক বলেন, কিছু আমলার সহায়তা নিয়ে অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন, তাতে বাস্তবতার কোনো প্রতিফলন নেই। অর্থমন্ত্রী দুই ঘণ্টার একটি রেকর্ড বাজিয়ে শুনিয়েছেন। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা দিতে না পারলে তাঁর বিকল্প মন্ত্রী বক্তৃতা দিতে পারতেন। সামনের দিনে অর্থমন্ত্রীরা বাজেট বক্তৃতা দিতে উৎসাহবোধ করবেন না।
মুজিবুল হক প্রশ্ন রাখেন, কেন কিছু গোষ্ঠীর বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ (বিদ্যুৎকেন্দ্রের ভাড়া) দেওয়া হয়? লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, দেশে–বিদেশে সংবাদ হয়েছে, কিন্তু অর্থমন্ত্রী, এনবিআর, দুদক নীরব থাকে কেন?