‘ভোট বর্জনের’ প্রচারপত্র বিলি জামায়াতের

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য দেলাওয়ার হোসেনের নেতৃত্বে ঢাকা দক্ষিণে ভোট বর্জনের আহ্বানসংবলিত প্রচারপত্র বিলি করা হয়। ঢাকা, ২২ ডিসেম্বরছবি: সংগৃহীত

আগামী ৭ জানুয়ারি সংসদের ‘ডামি নির্বাচন’ বর্জন এবং সরকারকে ‘অসহযোগিতার’ আহ্বান জানিয়ে রাজধানীতে প্রচারপত্র বিতরণ করেছে জামায়াতে ইসলামী। এ সময় দলটির নেতারা বলেছেন, সরকার নির্বাচনের নামে কানামাছি খেলা শুরু করেছে। এ জন্য নাম-পরিচয়হীন রাজনৈতিক এতিম ও অঙ্গপ্রত্যঙ্গহীন নির্বাচনী ভিক্ষুকদের বেছে নেওয়া হয়েছে। জনগণ এই পাতানো নির্বাচন হতে দেবে না।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার রাজধানীসহ সারা দেশে ভোট বর্জনের আহ্বানসংবলিত প্রচারপত্র বিতরণ করে জামায়াত। বিভিন্ন এলাকার একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সকাল ৮টা থেকে ১০টার মধ্যে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ও ফুটপাতের পথচারীদের মধ্যে এই প্রচারপত্র বিতরণ করা হয়।

পৃথক বিবৃতিতে জামায়াত জানিয়েছে, ঢাকা মহানগর উত্তরের ৫৩টি এবং দক্ষিণের ৬৮টি সাংগঠনিক থানায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হয়। উত্তরের গণসংযোগে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম। দক্ষিণের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য দেলাওয়ার হোসেন।

সকালে উত্তরার আজমপুরে প্রচারপত্র বিতরণের সময় মুহাম্মদ রেজাউল করিম বলেন, সরকার নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতেই দেশে একটি সুবিধাভোগী শ্রেণি তৈরি করেছে। তারা দেশের জনপ্রশাসন ও বিচার বিভাগসহ সব জাতীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ফেলেছে। এমনকি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে আত্মসম্মানহীন লোকদের নিয়োগ করে আওয়ামী লীগের অ্যাজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া সকালে কারওয়ান বাজার এলাকায় আতাউর রহমান সরকারের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন মহানগর উত্তরের হাতিরঝিল অঞ্চলের নেতা-কর্মীরা। মিরপুর ও ভাষানটেকে মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ফকরুদ্দীন মানিকের নেতৃত্বে, কাফরুল উত্তর বাইশটেকি বাজারে শহীদুল্লাহর নেতৃত্বে, তালতলা বাজারে মহানগরী মজলিসে শুরা সদস্য এ করিমের নেতৃত্বে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করা হয়।

সকাল নয়টায় পুরানা পল্টন এলাকায় প্রচারপত্র বিতরণ করেন মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন। এ সময় তিনি সরকারকে হুঁশিয়ারি জানিয়ে বলেন, ‘অবিলম্বে এ ধরনের নির্বাচনী তামাশা বন্ধ করুন, একতরফা প্রহসনের নির্বাচন এ দেশের মানুষ আর মেনে নেবে না। এই পাতানো নির্বাচনকে জনগণ প্রতিহত করবে, ইনশা আল্লাহ।’

এ ছাড়া কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মতিঝিল, খিলগাঁও, যাত্রাবাড়ী, ওয়ারী, বংশাল, লালবাগ, শ্যামপুর, ডেমরা, শাহজাহানপুরসহ রাজধানীর ৬৮টি সাংগঠনিক থানায় একযোগে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মহানগর দক্ষিণ জামায়াত।