বিএনপি অফিসের সামনে থেকে একটু দূরে সরে দাঁড়িয়েছে পুলিশ
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থাকা পুলিশ সদস্যরা একটু দূরে সরে গেছেন। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে সেখানে থাকা পুলিশ সদস্যরা সরে যান।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের পর থেকেই সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন। ২৮ অক্টোবর রাতে বিএনপির সংবাদ সম্মেলনের পর কার্যালয়ে তালা দেওয়া হয়। নেতা-কর্মীরাও কেউ কার্যালয়ে আর আসছেন না।
আজ বিএনপির অফিসের এই তালা নিয়ে এক প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘বিএনপি কার্যালয়ে তারা নিজেরা তালা মেরে রেখেছে। এবং তারা তাদের কার্যালয়ে আসে না। কেন আসে না, তারাই ভালো বলতে পারবে। আমাদের পুলিশ সেখানে সব সময় থাকে। নিরাপত্তার জন্য ১২ মাস থাকে। এখনো আছে। তারা যদি অফিস খুলে (বিএনপি কার্যালয়) কোনো কার্যক্রম করে, তাতে কোনো আপত্তি নেই, কখনো ছিলও না।’
বিএনপির অবরোধের মধ্যে যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ ব্যক্তিদের দেখতে আজ মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান ডিএমপি কমিশনার। সেখানেই তিনি এসব কথা বলেন। তাঁর বক্তব্যের পরই পুলিশের এ অবস্থান পরিবর্তন।
বিএনপি অফিসের সামনে দায়িত্বরত পুলিশের এসআই আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে কোনো নির্দেশনা নেই। নিরাপত্তার প্রয়োজনে আমরা যেখানে দরকার, সেখানে যাই।’