আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জুলাইয়ের হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
আজ শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি বিজ্ঞান অনুষদ চত্বর, শহীদ মিনার, বিশ্ববিদ্যালয়ের ৭১-এর গণহত্যা ভাস্কর্য চত্বর প্রদক্ষিণ করে। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে বের হয়ে সদরঘাট, বাংলাবাজার, বাহাদুর শাহ পার্ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘গড়িমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘খুনিদের ঠিকানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’–সহ নানা স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দু-তিনটি ছাত্রসংগঠনের কয়েকজন নেতাও অংশ নেন। তবে এতে কোনো ব্যানার ব্যবহার করা হয়নি।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, ‘শতসহস্র ভাইয়ের রক্তে যাদের হাত রঞ্জিত, তাদের আমরা বাংলাদেশের রাজনীতি করতে দিতে চাই না। গুম-খুন–সন্ত্রাসের রাজনীতিতে আমরা ফিরে আসতে চাই না। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা ভুলে যাবেন না, আপনারা আমাদের ভাইয়ের রক্তের ওপর ওই ক্ষমতার চেয়ারে বসে আছেন। রক্তের সঙ্গে বেইমানি করবেন না।’
ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান হাসান রাব্বি বলেন, ‘কথা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। কিন্তু এখন বলা হচ্ছে, হবে না। কেন করা হবে না? আমরা বিপ্লবীরা কি মরে গেছি? জুলাই বিপ্লবে যারা আমাদের ভাইদের পাখির মতো হত্যা করেছে, তাদের আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না।’