কোটা আন্দোলন: ছয়জনের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ জাসদের ক্ষোভ

বাংলাদেশ জাসদ

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও পুলিশের সংঘর্ষে ছয়জন নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)।

আজ মঙ্গলবার সন্ধ্যায় দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের দেওয়া এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়েছে। একই সঙ্গে বিবৃতিতে ছয়জনের নিহতের ঘটনায় দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার এবং হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আন্দোলনরত ছাত্রসমাজের কোটা সংস্কারের দাবিকে সরকার আলোচনা ও যুক্তির মাধ্যমে সমাধান না করে ধমক, পেশিশক্তি প্রয়োগ, পিটিয়ে মারা ও মিথ্যাচারের আশ্রয় নিয়ে দমন করার কৌশল নিয়েছে, ফলে আজ এতগুলো তাজা প্রাণ ঝরে গেছে।’

কোটা সংস্কার বিষয়ে কালক্ষেপণ না করে সরকারি সিদ্ধান্ত ঘোষণার দাবি জানিয়ে বিবৃতিতে জাসদের নেতারা আরও বলেন, ‘আমরা আজকের ছাত্র হত্যার জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসা ও নিহত-আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি।’